অ্যাপস্টোর থেকে অ্যাপ ডাউনলোডে আগে কিশোর ও অপ্রাপ্তবয়স্কদের কোনো বাধা ছিল না। তবে ভবিষ্যতে অভিভাবকের অনুমতি সাপেক্ষে অ্যাপ ডাউনলোডে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছে মেটা।
আইনটি কার্যকর হলে যে কেউ চাইলেই বিশেষ করে অপ্রাপ্তবয়স্করা অ্যাপ ডাউনলোড করতে পারবে না। এছাড়া গুগল, অ্যাপলসহ প্রযুক্তি জায়ান্টদের দায়বদ্ধতাও বাড়বে। আইনের মাধ্যমে ক্ষতির সম্ভাবনা রয়েছে, এমন অ্যাপ থেকে অল্প বয়স্ক ব্যবহারকারীদের রক্ষা করা যাবে বলে আশা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
মেটার বিশ্বব্যাপী সুরক্ষা প্রধান অ্যান্টিগোন ডেভিস বলেন, ‘অভিভাবকদের উচিত তাদের সন্তানদের অ্যাপ ডাউনলোডে অনুমোদন দেয়া। সেই সঙ্গে আইনের মাধ্যমে কিশোর বা অপ্রাপ্তবয়স্কদের অ্যাপগুলো ডাউনলোড করার সময় অভিভাবকের অনুমতি নিশ্চিত করবে।’
প্রতিষ্ঠানটি এমন একটি পরিকল্পনার প্রস্তাব করছে, যার মাধ্যমে অ্যাপ স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করার সময় এবং ইন-অ্যাপ পারচেজের সময় অভিভাবকদের এ বিষয়ে অবগত করবে। নোটিফিকেশন পাওয়ার পর অভিভাবক বিষয়টি পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন।
মেটা জানায়, এ পদ্ধতিতে অভিভাবকরা সন্তানদের বয়স নিশ্চিত করবে।