ভারতের বাজারে নিজেদের উপস্থিতি বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে লন্ডনভিত্তিক ভোক্তা প্রযুক্তি কোম্পানি নাথিং। সাব ব্র্যান্ড সিএমএফের মাধ্যমে পণ্যের ক্যাটাগরি বাড়ানোর লক্ষ্যে কাজ করছে কোম্পানিটি।
এছাড়া সাব-ব্র্যান্ডটির পণ্য উৎপাদনে স্থানীয় উৎপাদনকারীদের সঙ্গে আলোচনা চলছে বলে সূত্রে জানা গেছে।
নাথিং ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট মনু শর্মা জানান, বর্তমানে সিএমএফের অধীনে একাধিক পণ্য আনার বিষয়ে কাজ চলছে। ভারতে মোবাইলকেন্দ্রিক ইকোসিস্টেম গড়ে তোলার ভালো সম্ভাবনা রয়েছে।