নভেম্বরে ইউরোপের বাজারে রিফারবিশড এয়ারপড প্রো ২ বিক্রি শুরু করে অ্যাপল। চলতি সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের বাজারেও এ ডিভাইসের বিক্রি শুরু হয়েছে। ২০৯ ডলার ব্যয়ে এটি কেনা যাবে।
আগস্টের দিকে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল প্রথম রিফারবিশড এয়ারপড বিক্রি করা শুরু করে। এয়ারপড ৩-এর মাধ্যমে বিক্রি শুরু হয়।
আগস্টের আগে অ্যাপল কখনই রিফারবিশড এয়ারপড বিক্রি করেনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি জায়ান্ট লাইটনিং চার্জিং কেসের সঙ্গে রিফারবিশড এয়ারপডস প্রো ২ বিক্রি করছে।
সেপ্টেম্বরে ইউএসবি-সি চার্জিং কেসসহ এয়ারপডস প্রো ২-এর নতুন ভার্সন উন্মোচন করেছে। তবে রিফারবিশড স্টোরে এটি এখনো যুক্ত হয়নি। কেনার সময় গ্রাহকরা বিভিন্ন মাধ্যম থেকে সুবিধা নিতে পারবে। যেমন অ্যামাজন থেকে এয়ারপড প্রো ২ কিনতে ব্যয় হবে ১৮৯ ডলার ৯৯ সেন্ট।
এছাড়া এখানে ইউএসবি-সি পোর্টের এয়ারপডও পাওয়া যাবে। যে কেউ অ্যাপলের অফিশিয়াল রিফারবিশড স্টোর থেকে এয়ারপড প্রো ২ কিনতে পারবে। তবে স্টোরভেদে পণ্যের সরবরাহ কম-বেশি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।