আইওএস ১৭.২ আপডেটের মাধ্যমে আইফোনে নতুন জার্নাল অ্যাপ নিয়ে এল অ্যাপল। এটি জার্নালপ্রেমীদের জন্য একটি বহুল প্রতীক্ষিত অ্যাপ। ব্যক্তিগত ডায়েরি হিসেবে গ্রাহকেরা এটি ব্যবহার করতে পারে।
মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, উদ্বেগ ও মানসিক চাপ কমাতে জার্নালিং সাহায্য করে। শুরুতে অনেকেই প্রতিদিন জার্নাল লেখার কথা ভুলে যেতে পারে। এজন্য আইফোন একটি নির্দিষ্ট সময়ে রিমাইন্ডার দেবে। এছাড়া কীভাবে জার্নালিং করতে হয় , তা নিয়ে অ্যাপটি বিভিন্ন গাইডলাইন বা নির্দেশনা দেবে।
জার্নাল অ্যাপটিতে যা যা থাকছে
জার্নাল অ্যাপটির প্রতিটি এন্ট্রিতে টেক্সটের সঙ্গে ছবি, ভিডিও অন্যান্য কনটেন্ট যুক্ত করা যাবে। এন্ট্রিগুলো আইফোনের স্টোরেজে সেভ হয়ে থাকবে। এছাড়া এন্ট্রিগুলো ক্লাউডেও ব্যাকআপ রাখা যাবে।
জার্নাল অ্যাপটি বিভিন্ন প্রম্পট দেয়। এগুলোকে ‘রিফ্লেকশনস’ বলা হচ্ছে। যেমন–আপনাকে কি আনন্দ দেয় বা আপনি কি ধরনের কাজ করতে ভালোবাসেন–এমন কিছু প্রশ্নের মাধ্যমে অ্যাপটি আপনাকে জার্নালিংয়ে উৎসাহ দেবে।
অ্যাপগুলো আপনার ফোনের কিছু ডেটা পর্যবেক্ষণ করে এবং সেই ডেটার ওপর ভিত্তি করে জার্নালটিতে লেখার জন্য গ্রাহককে বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে পরামর্শ দেয়।
এসব পরামর্শ দিতে অ্যাপটি কতটুকু ডেটা অ্যাকসেস করতে পারবে, তা গ্রাহকের অনুমতির ওপর নির্ভর করবে।
জার্নাল অ্যাপটি যেভাবে পাবেন
জার্নাল অ্যাপটি ব্যবহারের জন্য আইফোনে আইওএস ১৭.২ সংস্করণ থাকতে হবে। এজন্য আইফোনে সেটিংস থেকে জেনারেল অপশনে গিয়ে সফটওয়্যার আপডেট দিতে হবে।
তবে শুধু এক্সএস সিরিজ, ১১ সিরিজ, এসই ২০২০,১২ সিরিজ, ১৩ সিরিজ, ১৪ সিরিজ ও ১৫ সিরিজের আইফোনে নতুন আপডেটটি ইনস্টল করা যাবে।
জার্নাল অ্যাপটিতে নিজের মনের কথা লেখা হবে। তাই অ্যাপটি নিরাপদ থাকা খুবই জরুরি। ডিভাইস ও আইক্লাউডের মধ্যে অ্যাপটিতে এন্ড টু এন্ড এনক্রিপশন চালু রয়েছে বলে দাবি করছে অ্যাপল। অর্থাৎ আপনার ডেটা আইফোনেই থাকবে।
অ্যাপটি ব্যবহারের জন্য গ্রাহকের ফেসআইডি বা পাসকোড ব্যবহার করতে হবে। অ্যাপটি ব্যবহার না করলে নির্দিষ্ট সময়ের (১,৫ বা ১৫ মিনিট) পর স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে। ফেসআইডি বা পাসকোড ব্যবহার করে অ্যাপটিতে আবার প্রবেশ করতে হবে।
জার্নাল অ্যাপের হোমপেজে একটি প্লাস (+) সাইন দেখা যাবে। সাইনটিতে ট্যাপ করলে একটি নতুন মেনু দেখা যাবে। মেনুতে রিফ্লেকশনস ফিচারের মাধ্যমে জার্নাল লেখার কিছু বিষয়বস্তু নিয়ে পরামর্শ দেওয়া হবে। নিজের দিনটি কীভাবে কাটালেন বা দিনের ছবি, ভিডিও বা পডকাস্ট যুক্ত করার জন্য বিভিন্ন পরামর্শ এই পেজে দেখানো হবে। পরামর্শগুলোর যেকোনো একটিতে ট্যাপ করুন। তারপর ‘স্টার্ট রাইটিং’ এ ট্যাপ করুন। এরপর নোট অ্যাপের মতো নতুন একটি টেক্সট লেখার জায়গা দেখা যাবে। এখানে নিজের মন মতো টেক্সট লিখুন বা ছবি, ভিডিও , ভয়েস নোট যুক্ত করুন।
এসব পরামর্শ নির্বাচন করা ছাড়াও জার্নালিং করা যাবে। প্লাস সাইনটিতে ট্যাপ করার পর ‘নিউ এন্ট্রি’ অপশন ট্যাপ করে নতুন জার্নালিং এন্ট্রি শুরু করা যাবে।
জার্নালিং শেষে ওপরের কর্নারের ‘ডান’ অপশনে ট্যাপ করুন। তাহলে এন্ট্রিটি সেভ হয়ে যাবে। এন্ট্রিগুলো পরবর্তীতে এডিটও করা যাবে।
জার্নালিং করার জন্য অ্যাপটি থেকে পছন্দ অনুযায়ী সময়ও নির্ধারণ করতে পারবেন। এজন্য অ্যাপটি গ্রাহককে রিমাইন্ডার দেবে।