সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রতিদিন গড়ে এক লাখ শিশু যৌন হয়রানির শিকার হচ্ছে। এসব প্লাটফর্মে বেশির ভাগ শিশুই প্রাপ্তবয়স্কদের স্পর্শকাতর অঙ্গের ছবির মাধ্যমে পীড়িত হচ্ছে। গত ১৭ জানুয়ারি অভ্যন্তরীণ এক প্রতিবেদনে এ পরিসংখ্যান প্রকাশ করে প্লাটফর্ম দুটির প্যারেন্ট প্রতিষ্ঠান মেটা।
প্রতিষ্ঠানের কর্মীদের দেয়া তথ্যের ভিত্তিতে বেশ কয়েকটি যৌন হয়রানির অভিযোগও নথিভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের অফিস।
সেখান থেকে জানা যায়, ২০২০ সালে অ্যাপলের এক কর্মীর ১২ বছরের মেয়ে ইনস্টাগ্রামে হয়রানির শিকার হয়।
এ বিষয়ে মেটার কর্মী জানিয়েছেন, অ্যাপল কর্মীর মেয়ের যৌন হয়রানির বিষয়টি এতটাই গড়িয়েছিল যে অ্যাপল স্টোর থেকে ইনস্টাগ্রাম সরিয়ে দেয়ার মতো হুমকি দেয়া হয়। এছাড়া মেটার উচ্চপদস্থ আরেক কর্মকর্তা গত বছরের শেষে নিজের মেয়ের আদালতে হাজির হওয়ার কথা জানিয়েছেন।
মেটা নিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়া শিশুদের নিগ্রহকারীদের বাজারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল টরেজ।
তবে মেটা কর্তৃপক্ষ ১৭ জানুয়ারি দেয়া বিবৃতিতে জানায়, প্লাটফর্মগুলো আরো শিশুবান্ধব করতে কাজ করছে তারা।
মেটা বলছে, আমরা চাই আমাদের অ্যাপে শিশুরা নিরাপদ থাকুক এবং তাদের বয়স উপযোগী কনটেন্ট দেখার অভিজ্ঞতা লাভ করুক। শিশুদের সুরক্ষা ও তাদের অভিভাবকদের উদ্বেগ নিরসনে এখন পর্যন্ত আমরা ৩০টির বেশি টুল এনেছি। সংবেদনশীল কনটেন্ট নিয়ে আমরা এক দশকের বেশি সময় ধরে অব্যাহতভাবে নীতিমালা পরিমার্জন করে যাচ্ছি। শিশুদের সুরক্ষার জন্য নতুন একটি নীতিমালার ঘোষণা করছি।