নিনতেনদো সুইচ ও প্লেস্টেশন ফাইভে মাইক্রোসফটের গেম খেলার সুবিধা আসছে। আগে শুধু এক্সবক্সেই মাইক্রোসফটের গেম খেলা যেত। সম্প্রতি প্রতিযোগী কনসোলগুলোয় চারটি গেম চালু করতে যাচ্ছে কোম্পানিটি।
সনির প্লেস্টেশন ফাইভে শুধু হাই-ফাই রাশ ও পাইরেট সি অব থিমস এ দুটি গেম চালু হবে। অন্যদিকে নিনতেনদো সুইচ ও প্লেস্টেশনে অ্যাডভেঞ্চার গেম পেন্টিমেন্ট ও গ্রাউন্ডেড চালু করবে মাইক্রোসফট। ফেব্রুয়ারির শুরুতে এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি প্রতিযোগী হ্যান্ডহেল্ড ডিভাইসে এক্সবক্স এক্সক্লুসিভ আনার ঘোষণা দিয়েছিল। বাজার বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত গেমিং খাতের জন্য গুরুত্বপূর্ণ।
চলতি সপ্তাহে নিনতেনদো ডিরেক্টরের জন্য দুটি গেমের তথ্য প্রকাশ পেয়েছে। তবে মাইক্রোসফটের পক্ষ থেকে ব্লগপোস্টে গেমের তালিকা প্রকাশের আগেই এ তথ্য জানা গেছে। এক্সবক্স গেম স্টুডিও ম্যাট বুটি বলেন, ‘মাল্টিপ্লেয়ার টাইটেলগুলো আরো গেমারদের একত্রিত করবে এবং কমিউনিটিকে আরো শক্তিশালী করবে।’
দিএক্সবক্সহাবের এডিটর নেইল ওয়াটন বলেন, ‘কয়েক সপ্তাহ ধরেই এ গেমগুলো যুক্ত হওয়ার বিষয়ে গুঞ্জন চলে আসছে। তাই এগুলো গেমারদের জন্য নতুন কোনো তথ্য নয়।’
নিনতেনদের ইভেন্টের সময় সুইচ ডিভাইসের জন্য আরো বেশকিছু গেম টাইটেলের বিষয়ে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে নতুন ওশান গেম, মনস্টার হান্টার স্টোরিজ ও ডিজনির সেরা এপিক মাংকি। বর্তমানে নিনতেনদো, সনি ও মাইক্রোসফটের হার্ডওয়্যারেও সনিকের গেমস দেখা যাচ্ছে।