নিজস্ব আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে কাজ করছে হুয়াওয়ে। সম্প্রতি এ-সংক্রান্ত একটি পেটেন্ট আবেদনের তথ্যও প্রকাশ্যে এসেছে। কেননা অধিকাংশ কোম্পানি বর্তমানে গুডিক্সের প্রযুক্তি ব্যবহার করে থাকে। কিন্তু কোয়ালকমের পেটেন্টের জন্য এটি নিষিদ্ধ অবস্থায় রয়েছে।
হুয়াওয়ের পেটেন্ট আবেদনটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন মডিউল, সিস্টেম অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইস শিরোনামে প্রকাশ্যে এসেছে। এখানে নতুন একটি সেন্সরের তথ্য দেয়া হয়েছে যা দ্রুত ও নির্ভুলভাবে ফিঙ্গারপ্রিন্ট শনাক্তে সহায়তা করবে বলে দাবি সংশ্লিষ্টদের।
বর্তমানে স্যামসাংয়ের এস সিরিজের পাশাপাশি বেশকিছু হাই-এন্ড স্মার্টফোনে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হচ্ছে। তবে এসব সমাধানের ব্যবহার কোয়ালকমের পেটেন্ট আবেদনের কারণে সীমিত পরিসরে ব্যবহৃত হচ্ছে।
হুয়াওয়ের পেটেন্ট আবেদনের তথ্যানুযায়ী, অন্য কোম্পানির ওপর নির্ভরতা কমাতে কোম্পানিটি নিজস্ব আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন প্রযুক্তির উন্নয়নে কাজ করছে।