চীনের শহর শিয়ানের মেমোরি চিপ উৎপাদন কারখানায় পরবর্তী দফায় বিনিয়োগের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং। সম্প্রতি চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, শিয়ানের কারখানায় দ্বিতীয় দফায় ১ হাজার ৪০০ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এ প্রতিবেদনের প্রতিক্রিয়া হিসেবে স্যামসাংয়ের পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গত শুক্রবার সিনহুয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্ট জি হিয়ুন-কির দেয়া মন্তব্য উদ্ধৃত করে বলা হয়, শিয়ানের মেমোরি চিপ উৎপাদন কারখানায় দ্বিতীয় ধাপে ১ হাজার ৪০০ কোটি ডলার বিনিয়োগ করা হবে। চলতি বছরের জুলাইয়ে কারখানাটির নির্মাণকাজ শেষ হবে এবং এখানে উৎপাদন কার্যক্রম শুরু হবে ২০২০ সালের প্রথম প্রান্তিকে।
২০১৭ সালে স্যামসাংয়ের পক্ষ থেকে দেয়া এক ঘোষণায় বলা হয়, আগামী তিন বছর তারা শিয়ানে নির্মাণাধীন কারখানায় ৭০০ কোটি ডলার ব্যয় করবে। এ কারখানায় এনএএনডি ফ্লাশ মেমোরি চিপ তৈরি করা হবে।
সিনহুয়ায় দ্বিতীয় পর্যায়ে বিনিয়োগ নিয়ে প্রকাশিত প্রতিবেদনটির প্রতিক্রিয়া হিসেবে একটি বিবৃতি দিয়েছে স্যামসাং। এতে বলা হয়েছে, ‘দ্বিতীয় ধাপের বিনিয়োগের অর্থের পরিমাণ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। পুরো বিষয়টিই বাজার পরিস্থিতির ওপর নির্ভর করছে।’
চলতি বছরের প্রথম প্রান্তিকে স্যামসাংয়ের মুনাফা ছিল দুই বছরের মধ্যে সবচেয়ে দুর্বল। চিপের দাম কমে যাওয়ার কারণেই মূলত মুনাফা কমেছে।
প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স চলতি মাসের শুরুতে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, এনএএনডি চিপ সরবরাহকারীদের অনেকেই গত বছর থেকেই বড় ধরনের দরপতনের সম্মুখীন হচ্ছে। এসব কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে ধীরে এগোচ্ছে। শুধু তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে উৎপাদন কমিয়ে আনারও ঘোষণা দিয়েছে তারা।