নতুন ডিজাইনের আইফোন তৈরিতে কাজ করছে অ্যাপল। সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, আগামী বছরের মধ্যে নতুন ডিভাইস বাজারে আনা হবে। এ বিষয়ে অবগত তিনটি সূত্র জানায়, বর্তমানে বাজারে থাকা ডিভাইসের তুলনায় স্লিমার বা পাতলা গঠনের আইফোন তৈরিতে কাজ করছে অ্যাপল।
প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, আইফোন প্রো ম্যাক্সের তুলনায় নতুন ডিজাইনের ডিভাইসটির দাম বেশি থাকবে। ২০২৫ সালের সেপ্টেম্বরে আইফোন সেভেনটিনের সঙ্গে এটি বাজারে আসতে পারে। ডি টোয়েন্টি থ্রি কোডনেমে এ প্রকল্পের কাজ চলমান।
সূত্রের তথ্যানুযায়ী, কোম্পানি নতুন ডিভাইসের একাধিক ডিজাইনের পরীক্ষা চালাচ্ছে। ডিভাইসটিতে অ্যাপলের সবশেষ জেনারেশনের প্রসেসর এ নাইন্টিন থাকতে পারে বলেও ধারণা করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে যোগাযোগ করা হলেও কোম্পানির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
চীনের বাজারে হুয়াওয়ে, অনরের পাশাপাশি বিশ্ববাজারে স্যামসাংয়ের সঙ্গে তুমুল প্রতিযোগিতার মধ্যে রয়েছে অ্যাপল। বাজার সংশ্লিষ্টদের মতে, এ কারণে নিজেদের অবস্থান ধরে রাখতে নতুন এ উদ্যোগ নিয়েছে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্যানুযায়ী, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ২০ দশমিক ৮ শতাংশ বাজার হিস্যা নিয়ে শীর্ষে রয়েছে স্যামসাং। ১৭ দশমিক ৩ শতাংশ বাজার হিস্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপল।
আইফোন এসইর মতো সাশ্রয়ীমূলের আরো একটি ডিভাইস বাজারজাতে কোম্পানিটি কাজ করছে বলেও প্রতিবেদনে উঠে এসেছে। এটিও সামনের বছর প্রকাশ্যে আসতে পারে। সম্প্রতি নতুন চিপযুক্ত আইপ্যাড প্রো উন্মোচন করেছে অ্যাপল। এর পরই নতুন ডিজাইনের আইফোন তৈরির তথ্য প্রকাশ্যে এল।