স্ন্যাপড্রাগন এইট জেন ফাইভ চিপসেট সরবরাহে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে কোয়ালকম। এ চিপ উৎপাদনে স্যামসাং ইলেকট্রনিকস ও তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) সঙ্গে কাজ করবে কোয়ালকম।
তাইপের ডব্লিউ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোয়ালকমের প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ানো অ্যামন এ কথা জানিয়েছেন বলে বিজনেসকোরিয়া সূত্রে জানা গেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্ন ছিল, সব চিপ তৈরিতে একটি সরবরাহকারী কোম্পানির ওপর নির্ভরশীল হওয়া কতটা ঝুঁকিপূর্ণ। এর উত্তরে ক্রিশ্চিয়ানো অ্যামন জানান, তিনি চিপ ফ্যাব্রিকেশনের জন্য টিএসএমসির পাশাপাশি স্যামসাংয়ের সঙ্গে চুক্তির বিষয়ে ভাবছেন। শিগগিরই বাজারে আসবে স্ন্যাপড্রাগন এইট জেন ফোর। আর এটি তৈরি করবে টিএসএমসি। তবে বাজার বিশ্লেষক ও সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, স্ন্যাপড্রাগন এইট জেন ফাইভ থেকে এ সিদ্ধান্তের বিষয়টি কার্যকর হতে পারে।
দুটি কোম্পানির কাছ থেকে এইট জেন ফাইভ প্রসেসরের সরবরাহ পাওয়ার বিষয়টি নিয়েও আলোচনা চলছে। অন্যদিকে স্যামসাংয়ের টু ন্যানোমিটার এসএফটু প্রসেস প্রযুক্তি নিয়ে আশা প্রকাশ করেছে কোয়ালকম। বিশ্লেষকদের মতে, এ নোডটি পারফরম্যান্স বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ ব্যবহার কমাতে সহায়তা করবে।
স্ন্যাপড্রাগন ৮৮৮ ও এইট জেন ওয়ান তৈরির জন্য স্যামসাংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার চেষ্টা চালিয়েছে কোয়ালকম। তবে দুটি চিপের একটিও কোনো কোম্পানির প্রত্যাশা পূরণ করতে পারেনি। ওভারহিটিং বা অতিরিক্ত তাপমাত্রার সমস্যা থাকায় কোয়ালকম সরাসরি টিএসএমসির সঙ্গে স্ন্যাপড্রাগন এইটপ্লাস জেন ওয়ান তৈরিতে মনোনিবেশ করে। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ডে এ চিপসেট ব্যবহার করা হয়েছে।
কোয়ালকমের সিইও দুটি উৎস থেকে চিপ সরবরাহের বিষয়ে জানালেও এ চুক্তি কবে থেকে ও কীভাবে কাজ করবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।