যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারশিবিরের তথ্য হ্যাক হয়েছে বলে অভিযোগ উঠেছে। এজন্য ইরানকে দুষছে তারা। খবর বিবিসি।
খবরে বলা হয়, প্রচারশিবিরের অভ্যন্তরীণ কিছু তথ্য হ্যাকিংয়ের কবলে পড়েছে। আর এর পেছনে রয়েছে ইরান। যদিও এই অভিযোগের পক্ষে সরাসরি কোনো তথ্যপ্রমান দেয়নি ট্রাম্পের প্রচারশিবির। তবে অতীতের বিরোধের কথা উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যানুসারে, গত জুলাই থেকেই তারা বেনামি একটি উৎস থেকে ইমেইল পেতে শুরু করে। এসব ইমেইলে ট্রাম্পের প্রচারশিবিরের কার্যক্রমের অভ্যন্তরীণ ও প্রকৃত কিছু তথ্য ছিল। এর পরেই তারা বুঝতে পারে যে হ্যাকিংয়ের শিকার হয়েছে।
তবে জাতিসংঘে ইরানের মিশন বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয়। কখনোই এতে হস্তক্ষেপ করে না ইরান। এগুলোর সঙ্গে কোনভাবেই যুক্ত নয় ইরান।