বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং এর আওতাধীন সংস্থাগুলোর জন্য মোট ২ হাজার ৫১১ কোটি টাকা বরাদ্দে চলমান ২১টি প্রকল্পের মূল্যায়ন কমিটি নিয়ে প্রশ্ন ওঠার পর নড়েচরে বসেছে প্রশাসন। বিভাগের কর্মকর্তাদের নিয়ে গঠিত নয় সদস্যের কমিটির সঙ্গে যুক্ত করা হয়েছে তিনজন বিশেষজ্ঞকে। এদের মধ্যে একজন প্রযুক্তিবিশেষজ্ঞ, একজন হিসাব ও নিরীক্ষাবিশেষজ্ঞ এবং একজন সরকারি ক্রয় বিশেষজ্ঞ। এর ফলে ৯ সদস্যের কমিটিটি গড়ালো ১২ সদস্যে।
গঠিত কমিটির মূল্যায়নের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রোববার রাত ১১টার দিকে এ সংশ্লিষ্ট নতুন আদেশ জারি করেছে আইসিটি বিভাগ। বিভাগের সচিব সামসুল আরেফিন জানিয়েছেন, এখনো তিন জনের নাম আমরা পাইনি। নাম পাওয়ার পর কমিটি পূর্ণাঙ্গ হওয়ার পরই কাজ শুরু করবে এই কমিটি।
সেই ক্ষেত্রে গত ২৮ আগস্ট লেখা চিঠিটি ১ সেপ্টেম্ব বিভাগের উপসচিব মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার স্বাক্ষর করলেও কমিটি পূর্ণাঙ্গ হওয়ার পরবর্তী ৩০ দিন পর প্রতিবেদন পাওয়া যাবে।
আগে বিভাগের বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর লক্ষ্য, কার্যক্রম, সুফল বিষয়ে একটি সামগ্রিক মূল্যায়নের জন্য গত ২৮ আগস্ট ৯ সদস্যের ওই কমিটি গঠন করা হয়। এতে আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানকে আহ্বায়ক করে কমিটির সদস্য করা হয় একই বিভাগের যুগ্ম সচিব আসপিয়া আক্তার এবং সদস্যসচিব করা হয় বিভাগের উপসচিব মো. সিদ্দিকুর রহমান তালুকদারকে।
এ ছাড়া কমিটিতে আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর, বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল), কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ (সিসিএ) এবং এজেন্সি টু ইনোভেট (এটুআই) থেকে একজন করে প্রতিনিধি রাখা হয়।
কমিটিতে নতুন সদস্য যুক্ত করায় সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্য এবং সাধারণ জনগণের কী উপকার হয়েছে সেগুলোই যাচাই করার পাশাপাশি এগুলোর আর্থিক ও কারিগরি দিকটাও মূল্যায়ন ও নীরিক্ষা করা সম্ভব হবে এই কমিটির পক্ষে। কমিটিকে গঠনের পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে সম্পূর্ণ প্রতিবেদন জমা দিতে হবে।