সংবাদ সম্মেলন করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়ার প্রায় এক মাসের মাথায় ফের উন্নয়ন প্রকল্প থেকে চাকরি স্থায়ী করণের নিশ্চয়তা পেলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দুইটি প্রকল্পের ১৬৩ জন প্রোগ্রামার। রবিবার দ্বিতীয় দফায় রাষ্ট্রপতির আদেশ ক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ১৫ আগষ্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মকর্তাদের আইন ও বিধিবহির্ভূত চাকরি স্থায়ীকরণ নিয়ে অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামালসহ তিন কর্মকর্তাকে অবরুদ্ধ করেছিলেন বিক্ষুব্ধ কর্মচারী-কর্মকর্তারা। পরদিনই ওই প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছিলো।
এরপর গত ১৯ আগষ্ট দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে প্রজ্ঞাপন স্থগিত করার পেছনের কারণ ব্যাখ্যা দিয়েছিলেন সহকারী প্রোগ্রামার শহীদুল ইসলাম। সংবাদ সম্মেলনে গ্রেড ৯ এর সকল কর্মকর্তার ওপর জ্যেষ্ঠতা প্রদান, ভূতাপেক্ষভাবে পদোন্নতি এবং অতিরিক্ত সচিব হাবিবুর রহমান কমিটি বাতিল করার দাবি জানানো হয়। এসময় প্রোগ্রামার -তাহনিয়াতুল ইসলাম এডিসন, সহকারী প্রোগ্রামার নুরুল আমীন ও আহসান হাবীব, জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
তবে এরপর আইসিটি বিভাগে একের পর এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব রদ-বদল হতে থাকে। সেই সূত্র ধরে মোস্তফা কামাল-কে মহাপরিচালকের পদ থেকে সরিয়ে সেখানে মনোয়ারা ইশরাত-কে ভারপ্রাপ্তের দায়িত্ব দেয়া হয়। একইসঙ্গে বিভিন্ন প্রকল্পের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৯ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।