যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইন্টেলে ৫০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। চলতি সপ্তাহে ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। অ্যাপোলোর এ বিনিয়োগ কোম্পানিটিকে চিপ মার্কেটে নিজেদের অবস্থা পুনরুদ্ধার ও আরো প্রতিযোগিতা বাড়াতে সহায়তা করবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট সম্প্রতি ইন্টেলে ৫০০ কোটি ডলার পর্যন্ত একটি ইকুইটি-জাতীয় বিনিয়োগ করতে ইচ্ছুক বলে জানিয়েছে। ইন্টেলের নির্বাহীরা বর্তমানে অ্যাপোলোর প্রস্তাবটি বিবেচনা করছেন। এখন পর্যন্ত বিনিয়োগ সম্পর্কে কিছুই চূড়ান্ত হয়নি। সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ পরিবর্তিত হতে পারে ও আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে না-ও পারে। আলোচনাসংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র এ তথ্য জানিয়েছে।
অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট বর্তমানে তার বীমা, অধিগ্রহণ ও ক্রেডিটসংশ্লিষ্ট কৌশলগুলোর জন্য সুপরিচিত। সম্ভাব্য বিনিয়োগের খবরটি এমন সময় এসেছে, যখন ইন্টেল খুবই দুর্বল সময় পার করছে। এক সময়ের বিশ্বের সবচেয়ে মূল্যবান চিপমেকার কোম্পানিটির শেয়ারের মূল্য বছরের শুরু থেকে কমেছে প্রায় ৬০ শতাংশ। গত মাসের শেষে ইন্টেলের সিইও প্যাট গেলসিঞ্জার ও অন্য বোর্ড সদস্যদের সঙ্গে মতবিরোধের জেরে কোম্পানিটির উচ্চ পর্যায়ের বোর্ড সদস্য লিপ-বু টান পদত্যাগ করেন।
ইন্টেলের সূত্র জানায়, কোম্পানির প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জনবল, ঝুঁকিবিরুদ্ধ সংস্কৃতি ও এআই কৌশল নিয়ে উদ্বিগ্ন হওয়ার বিষয়গুলো নিয়ে তিনি অসন্তুষ্ট ছিলেন। তবে গত সপ্তাহে প্যাট গেলসিঞ্জারের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণার পর ইন্টেলের শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে রয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) সঙ্গে একটি কাস্টম এআই সেমিকন্ডাক্টরে যৌথ বিনিয়োগের অংশীদারত্ব, ইন্টেলের উৎপাদন বিভাগকে সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি হিসেবে পরিণত করার পরিকল্পনা এবং জার্মানি ও পোল্যান্ডে নতুন কারখানা নির্মাণের পরিকল্পনায় বিরতি।
এদিকে সান দিয়েগোভিত্তিক আরেক চিপ প্রস্তুতকারক কোম্পানি কোয়ালকম সম্প্রতি ইন্টেলকে অধিগ্রহণের চেষ্টা করছে বলে কিছু প্রতিবেদনে উঠে এসেছে। ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এ খবর প্রকাশ করে জানায়, ইন্টেলকে কিনে নেয়ার জন্য কোয়ালকম প্রস্তাব দিয়েছে। নিউইয়র্ক টাইমস পরবর্তী সময় এ খবর নিশ্চিত করে। কোয়ালকম আগেও ইন্টেলের চিপ ডিজাইন ব্যবসার কিছু অংশ অধিগ্রহণের চেষ্টা করেছিল।
রয়টার্স ও ব্লুমবার্গ জানিয়েছে, অ্যাপোলোর বিনিয়োগের বিষয়ে কোম্পানি ও ইন্টেলের প্রতিনিধিরা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
গ্যাজেটস থ্রিসিক্সটির প্রতিবেদন বলছে, ইন্টেল নিজেদের নতুনভাবে গড়ে তোলা ও নতুন পণ্য, প্রযুক্তি নিয়ে বাইরের গ্রাহকদের আকৃষ্ট করার জন্য প্রধান সিইও প্যাট গেলসিঞ্জারের নেতৃত্বে একটি উচ্চ ব্যয়বহুল পরিকল্পনা বাস্তবায়ন করছে। তবে এ উদ্যোগের কারণে সম্প্রতি হতাশাজনক আয়ের প্রতিবেদনও দেখেছে কোম্পানিটি, যা বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দিয়েছে।
অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট চিপ উৎপাদন শিল্পে বিনিয়োগ শুরু করেছে। গত বছর তারা একটি বিশেষ ধরনের স্টক কিনে ওয়েস্টার্ন ডিজিটাল করপোরেশনে ৯০ কোটি ডলার বিনিয়োগ করে, যা পরে শেয়ারে রূপান্তরিত করা যায়।