ব্যবহারকারীদের সুবিধার্থে ও অন্যান্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তির নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরি করছে মেটা। এর মাধ্যমে মেটা তার সামাজিক যোগাযোগমাধ্যম সাইট ব্যবহারকারীরা খুব সহজেই মেটা এআই চ্যাটবটের পাশাপাশি এই সার্চ ইঞ্জিন ব্যবহার করেও বিভিন্ন তথ্য জানতে পারবেন।
বর্তমান সময়ে প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠানগুলো এআই খাতে তাদের আধিপত্য বিস্তারের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইকে টক্কর দিতে গুগল নিয়ে এসেছে তাদের নিজস্ব এআই সার্চ ইঞ্জিন জেমিনি। অপরদিকে মাইক্রোসফট তাদের বিং সার্চ ইঞ্জিন দিয়ে এআই সেবা দিচ্ছে।
মেটার নতুন এই এআই সার্চ ইঞ্জিন তৈরির সংবাদে প্রযুক্তি বিশ্বে বেশ আলোচনার তৈরি হয়েছে। তবে একইসঙ্গে মেটার এআই সার্চ ইঞ্জিনে ব্যবহৃত এআই মডেলকে কোন ধরনের তথ্যের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সে বিষয়ে নানা প্রশ্নও উঠছে। তবে নিজেদের সার্চ ইঞ্জিন তৈরিতে ব্যবহৃত এআই মডেল ও ডেটা সংগ্রহের পদ্ধতির বিষয়ে কোনো তথ্য জানায়নি সংস্থাটি।