চীনের ক্লায়েন্টদের জন্য উন্নত চিপ উৎপাদন করবে না বিশ্বের অন্যতম শীর্ষ সেমিকন্ডাক্টর নির্মাতা তাইওয়ানের টিএসএমসি।চলতি সপ্তাহ থেকে তারা চীনা ক্লায়েন্টদের কাছ থেকে ৭-ন্যানোমিটার বা তার চেয়ে ছোট প্রযুক্তির চিপ তৈরির অর্ডার গ্রহণ করবে না।
তবে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ ও নিরাপত্তা উদ্বেগ মোকাবেলার জন্য এ সিদ্ধান্ত একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ হতে পারে বলে মনে করছেন প্রযুক্তিসংশ্লিষ্টরা।
কয়েক সপ্তাহে আগে টিএসএমসি বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছিল যে, তাদের চিপ হুয়াওয়ের এআই প্রসেসরে পাওয়া গেছে। গবেষণা প্রতিষ্ঠান টেক ইনসাইটস ওই পণ্যটি ভেঙে দেখেছিল, যার মাধ্যমে টিএসএমসি চিপ এবং রপ্তানি নিয়ন্ত্রণের লঙ্ঘনের প্রমাণ উঠে এসেছে ।
মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে হুয়াওয়ে। এটি যুক্তরাষ্ট্রের সরবরাহকারী কোম্পানির কাছে যেকোনো পণ্য বা প্রযুক্তি পাঠাতে লাইসেন্স নিতে বাধ্য করে। যে কোনো লাইসেন্স যা হুয়াওয়ের এআই প্রচেষ্টাকে সহায়তা করতে পারে, তা অগ্রাহ্য করা হবে।
সূত্রগুলো গত মাসে রয়টার্সকে জানিয়েছিল, টিএসএমসি চীনে ভিত্তিক চিপ ডিজাইনার ‘সোফগো’-কে চিপ সরবরাহ স্থগিত করেছে। কারণ ওই চিপটি হুয়াওয়ে এআই প্রসেসরে পাওয়া চিপটির সঙ্গে মিলে রয়েছে।
তবে চিপটি কীভাবে হুয়াওয়ের ‘অ্যাসেন্ড ৯১০ বি’ প্রসেসরে যুক্ত করা হল তা নিশ্চিত করা যায়নি। সর্বশেষ এই নিষেধাজ্ঞা অনেক বেশি কোম্পানিকে প্রভাবিত করবে। অন্য কোনো কোম্পানি হুয়াওয়ের এআই প্রসেসরের জন্য চিপ সরবরাহে পাঠাচ্ছে কিনা তা নতুন করে খতিয়ে দেখবে।