চীনে ওয়ানপ্লাস এইস ৫ সিরিজ উন্মোচন হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার ওয়ানপ্লাসের নতুন সিরিজ মুক্তি পাবে বলে জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, ফোনটি তিনটি রঙে বাজারে পাওয়া যাবে—নীলচে সবুজ, টাইটেনিয়াম ও কালো। নীলচে সবুজ ভেরিয়্যান্টে প্রিমিয়াম সিরামিক ব্যাক প্যানেল থাকবে। এটি সাধারণত বেশ টেকসই হয় ও উচ্চ মানের অনুভূতি দেয়। আর টাইটেনিয়াম ও কালো ভেরিয়্যান্টে ব্যবহার হবে সাধারণত কাঁচ।
কোম্পানির তথ্যানুযায়ী, ওয়ানপ্লাস এইস ৫ ফোনে ফ্ল্যাট ডিসপ্লে ও ফ্ল্যাট ডিজাইন ব্যবহার করা হয়েছে। ফোনটির পেছনে গোলাকার ক্যামেরা আইল্যান্ড রয়েছে, যেখানে তিনটি ক্যামেরা মডিউল রয়েছে। যদিও ওয়ানপ্লাস কর্তৃপক্ষ এখনো তাদের ক্যামেরার বিস্তারিত স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে কোম্পানির অভ্যন্তরীণ সূত্র থেকে জানা গেছে, ফোনটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স থাকবে।
এছাড়া স্মার্টফোনটিতে ৬ দশমিক ৭৮ ইঞ্চি ডিসপ্লে থাকবে। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের এ ডিসপ্লেতে স্মুদ স্ক্রোলিং এবং ইমারসিভ ভিজুয়ালের অভিজ্ঞতা পাওয়া যাবে।
ওয়ানপ্লাস এইস ৫-এ স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে। এ চিপসেট গেমিং ও মাল্টিটাস্কিং আরো উন্নত করবে। অন্যদিকে এইস ৫ প্রো মডেলে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার হয়েছে।
যদিও এইস সিরিজ শুধু চীনা বাজারেই পাওয়া যায়, তবে ওয়ানপ্লাস এইস ৫ আন্তর্জাতিক বাজারে ওয়ানপ্লাস ১৩আর হিসেবে লঞ্চ হবে আগামী ৭ জানুয়ারি। তবে ফোনটিতে কোন কোন রঙের ভেরিয়্যান্ট থাকবে তা এখনো নিশ্চিত করা হয়নি। সম্প্রতি জানা যায়, কোম্পানিটি এইস সিরিজে একটি ছোট স্ত্রিনের ফ্ল্যাগশিপ ফোন তৈরির ওপর কাজ করছে। তবে এটি ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে আসবে বলে ধারণা করছেন প্রযুক্তিসংশ্লিষ্টরা।
২০১৩ সালে যাত্রা করা চীনা ব্র্যান্ড ওয়ানপ্লাস মূলত পারফরম্যান্স, ডিজাইন ও ইউজার এক্সপেরিয়েন্সের ওপর জোর দিয়ে স্মার্টফোন তৈরি করে। প্রযুক্তিসংশ্লিষ্টদের মতে, ওয়ানপ্লাসের স্মার্টফোনগুলো সাধারণত বিশেষ ফিচারস, অত্যাধুনিক প্রযুক্তি ও প্রিমিয়াম কনস্ট্রাকশনের জন্য পরিচিত।