মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদের কার্যক্রমে ২,৩০০ কোটি টাকার অনিয়মের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এর মধ্যে ৬০০ কোটি টাকার ই-মানি অননুমোদিতভাবে তৈরি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গতকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) কার্যালয়ে ‘ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম: ব্রিজিং দ্য গ্যাপস’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। এমসিসিআই এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।
গভর্নর বলেন, ‘নগদের ব্যবস্থাপনায় আরও অনিয়ম চিহ্নিত করার জন্য তদন্ত চলমান রয়েছে। নতুন বিনিয়োগ আহ্বান করার আগে আমরা এখানে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। আমরা নগদকে বাজারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’
টেলিকম খাতের করের বিষয়ে বর্তমান করের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এটি বিশ্বের মধ্যে সর্বোচ্চ। কর আরও বৃদ্ধি পেলে এই খাতে বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমে যেতে পারে এবং সেবার মানও নেমে যেতে পারে বলে সতর্ক করেন তিনি।