টেক জায়ান্ট স্যামসাং সম্প্রতি গ্যালাক্সি এস২৫ ইভেন্টে নতুন ট্রাই-ফোল্ড স্মার্টফোন নিয়ে কাজ করার কথা জানিয়েছে। যদিও ওই আয়োজনে কোনো ডিভাইস প্রদর্শন করা হয়নি, তবে নতুন ফোনটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) উন্মোচন করা হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। একই সময় স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড সেভেন ও ফ্লিপ সেভেন মডেল দুটিও উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।
স্মার্টফোনের জগতে প্রায়ই দেখা যায়, নতুন ডিভাইস বাজারে আসার আগেই ফাঁস হওয়া তথ্য ও গুঞ্জন থেকে অনেকটা ধারণা পাওয়া যায়। এবারো তার ব্যতিক্রম হয়নি। প্রযুক্তি বিশ্লেষক রস ইয়াং জানিয়েছেন, স্যামসাংয়ের আসন্ন ট্রাই-ফোল্ড ফোনটিতে ৬ দশমিক ৪৯ ইঞ্চির কভার ডিসপ্লে থাকতে পারে। এটি গ্যালাক্সি জেড ফোল্ড সেভেনের মতোই হতে পারে। এছাড়া সম্পূর্ণ খোলা অবস্থায় ১০ ইঞ্চির বড় একটি স্ক্রিন পাওয়া যাবে। তবে রস ইয়াংয়ের মতে, গ্যালাক্সি জেড ফোল্ড সেভেনেও ৬ দশমিক ৪৯ ইঞ্চির একই কভার ডিসপ্লে থাকবে।
কভার ডিসপ্লে ফোনের বাইরের ছোট ডিসপ্লে, যা ফোন ভাঁজ করা অবস্থায় ব্যবহার করা হয়।
রস ইয়াং আরো জানান, হুয়াওয়ের ট্রাই-ফোল্ড ফোন এস বা জেড আকারে বাঁকিয়ে যায়, যেখানে স্ক্রিনের কিছু অংশ খোলা থাকে। তবে স্যামসাংয়ের ডিজাইনটি ভিন্ন হবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, এটি ইংরেজি অক্ষর জি (G) স্টাইল ফোল্ডিং মেকানিজম ব্যবহার করবে। অর্থাৎ ডিসপ্লে উভয় দিকেই ভেতরের দিকে মোড়ানো থাকবে এবং কোনো অংশ খোলা থাকবে না। ফলে ফোনটি টেকসই হওয়ার সম্ভাবনা বেশি।
স্যামসাং বিশেষভাবে ডিভাইসটির জন্য একটি নতুন ধরনের ডিসপ্লে ও সুরক্ষা ফিল্ম তৈরি করছে বলে জানা গেছে।
প্রটেকটিভ ফিল্ম হলো একটি পাতলা স্তর, যা ডিসপ্লের ওপরে থাকে এবং স্ক্রিনকে ক্ষতি থেকে রক্ষা করে। ফোল্ডেবল ফোনের ক্ষেত্রে এ প্রটেকটিভ ফিল্ম আরো গুরুত্বপূর্ণ, কারণ স্ক্রিনটি নমনীয় ও ভাঁজ করার সময় ক্ষতির আশঙ্কা বেশি থাকে।