আট হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের (এমএএইচ) সক্ষমতা ও ৮০ ওয়াটের দ্রুত চার্জিংসহ নতুন ব্যাটারি সিস্টেম তৈরি করছে চীনের দুই স্মার্টফোন কোম্পানি অপো ও ওয়ানপ্লাস। প্রযুক্তি জগতে সুপরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের এক ইনসাইডার সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। খবর গিজচায়না।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, নতুন ব্যাটারিতে ১৫ শতাংশ হাই-সিলিকন উপাদান ব্যবহার করা হয়েছে, যা কার্যকারিতা ও স্থায়িত্ব বাড়াবে। তিনি জানান, ভবিষ্যতে অপো ও ওয়ানপ্লাসের ডিভাইসগুলোয় ব্যাটারি পারফরম্যান্সের বড় ধরনের উন্নতি দেখা যেতে পারে।
সময়ের সঙ্গে সঙ্গে স্মার্টফোন আরো শক্তিশালী হচ্ছে। উচ্চ কার্যক্ষম প্রসেসর, ফিচার ও অত্যাধুনিক ডিসপ্লে আগের ডিভাইসগুলোর তুলনায় এখন বেশি ব্যাটারি খরচ করে। তাই ব্যবহারকারীদের প্রত্যাশা থাকে আরো দীর্ঘ ব্যাটারি লাইফ। ক্রেতাদের এ চাহিদা পূরণের লক্ষ্যেই স্মার্টফোন কোম্পানিগুলো সম্প্রতি ডিভাইসের ব্যাটারি শক্তিশালী করার দিকে বিশেষভাবে প্রাধান্য দিচ্ছে।
২০২৪ সালের শেষের দিকে শাওমি ও ভিভো ৬ হাজার ৫০০ এমএএইচের বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারিযুক্ত ফোন উন্মোচন করে। চলতি বছর শুরুতে অপোর সাব-ব্র্যান্ড রিয়েলমি ক্যাটেল কোম্পানির সঙ্গে মিলে সাত হাজার এমএএইচ ব্যাটারির ‘নিও সেভেন’ মডেল বাজারে আনে। ব্যাটারি প্রযুক্তিতে বড় পরিবর্তন আনছে অপোও। কোম্পানির নতুন ফাইন্ড এক্স৮ ও রেনো ১৩ সিরিজে ৫ হাজার ৫০০ থেকে ছয় হাজার এমএএইচ পর্যন্ত ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এদিকে ২০২৫ সালের শুরুর দিকে তিনটি নতুন মডেল বাজারে আনার পরিকল্পনা করেছে ওয়ানপ্লাস। এসব ফোনে সাত হাজার এমএএইচ পর্যন্ত ব্যাটারি থাকবে, যা ঘন ঘন চার্জ দেয়ার প্রয়োজনীয়তা কমাবে।
স্মার্টফোন নির্মাতাদের জন্য ব্যাটারি লাইফ এখন শীর্ষ অগ্রাধিকার। আট হাজার এমএএইচ ব্যাটারি সিস্টেম স্মার্টফোন শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।