ফেসবুকে লাইভ ভিডিও আর অনির্দিষ্টকাল সংরক্ষণ করা যাবে না। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে লাইভ সম্প্রচার ৩০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। চলতি সপ্তাহে এক ঘোষণায় ফেসবুক জানিয়েছে, বুধবার থেকে এ পরিবর্তন কার্যকর হবে।
যেসব লাইভ ভিডিও ৩০ দিনের বেশি পুরনো, সেগুলোও মুছে ফেলা হবে। তবে ব্যবহারকারীদের আগে থেকেই নোটিফিকেশন পাঠানো হবে এবং ৯০ দিনের সময় দেয়া হবে ভিডিও সংরক্ষণের জন্য। তবে ব্যবহারকারীরা চাইলে ভিডিও ডাউনলোড, ক্লাউড স্টোরেজে স্থানান্তর বা ভিডিওকে নতুন রিল আকারে সংরক্ষণ করতে পারবেন।
ফেসবুক জানিয়েছে, এ পরিবর্তন ফেসবুকের স্টোরেজ নীতিকে সামঞ্জস্যপূর্ণ করবে এবং সবার জন্য লাইভ ভিডিওর অভিজ্ঞতা আরো কার্যকর করবে।