সস্তায় ফ্ল্যাগশিপ মানের স্মার্টফোন এনে বাজারের অন্যান্য ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সঙ্গে টেক্কা দিয়ে অল্প সময়েই জনপ্রিয়তা পেয়েছে ওয়ানপ্লাস। সর্বশেষ স্ন্যাপড্রাগন প্রসেসর প্যাকিং, ট্রিপল ক্যামেরা সেটআপ, স্মার্টফোনের একটি সম্পূর্ণ প্যাকেজ কিন্তু এটি কতটা নিরাপদ?
নিরাপত্তার কথা বলার সাথে সাথে, একজন ইউটিউবার কয়েক মিনিটের মধ্যে ওয়ানপ্লাস ৭ প্রো এর ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হ্যাক করতে সক্ষম হয়েছে।
ম্যাক্স টেক নামে ইউটিউবার জানান, ক্লাসিক পিন্ট মোডিং হ্যাকিং টেকনিক ব্যবহার করে ওয়ানপ্লাস ৭ প্রো হ্যাক করেছে। তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ত্রুটিযুক্ত আছে মানতে নারাজ ওয়ানপ্লাস ।
এইদিকে উন্মুক্ত হওয়ার পর যেসব ব্যবহারকারী এই হ্যান্ড সেট কিনেছেন তাদের মধ্যে কয়েকজন ব্যবহারকারী সমস্যায় ভুগছেন। কারণ হিসেবে জানা গেছে, নতুন এই মডেলের হ্যান্ড সেটটিতে টাচস্ক্রিনসংক্রান্ত সমস্যার দেখা মিলেছে। প্রযুক্তিবিষয়ক জনপ্রিয় ব্লগ অ্যান্ড্রয়েড পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক প্রযুক্তি সংবাদমাধ্যমগুলো।
বরাবরের মত সবচেয়ে বেশি রেডিয়েশন নির্গত হওয়া তালিকায় থাকে ওয়ানপ্লাস । জার্মান ফেডারেল অফিস অব রেডিয়েশন প্রোটেকশন নামের একটি সংস্থা কথা বলার সময় কোন স্মার্টফোন থেকে কত পরিমাণে রেডিয়েশন নির্গত হচ্ছে সে বিষয়ে সম্প্রতি একটি তালিকা প্রকাশ করে সেখানে ক্ষতিকর ৮টি ফোনের মধ্যে ২টি ছিল ওয়ানপ্লাসের সর্বশেষ স্মার্টফোন। ফোন দুটি থেকে রেডিয়েশন নির্গত হওয়ার পরিমাণ প্রতি কিলোগ্রামে ১ দশমিক ৭৫ ওয়াট ও ১ দশমিক ৬৮ ওয়াট।