ব্যবহারকারীর কথোপকথন সরাসরি অন্য ভাষায় লাইভ-অনুবাদ করে দেবে এয়ারপডস। এমনই একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে টেক জায়ান্ট অ্যাপল। বিভিন্ন ভাষায় কথা বলার সময় একে অপরকে সহজে বুঝতে সাহায্য করবে ফিচারটি। ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, নতুন এয়ারপডস ফিচারটি চলতি বছর একটি সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে পাওয়া যাবে। এটি আইফোন ও আইপ্যাডের মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস ১৯ আপডেটের সঙ্গে সংযুক্ত থাকবে। ফিচারটি কীভাবে কাজ করবে- সে বিষয়ে সংশ্লিষ্ট সূত্র বলছে, যদি কেউ জাপানি বা অন্য কোনো ভাষায় কথা বলে, তাহলে আইফোন তাদের কথা ইংরেজিতে অনুবাদ করে তা এয়ারপডসে পাঠিয়ে দেবে। আর যদি কেউ ইংরেজিতে কথা বলে, তাহলে ফোন সেই বার্তা অনুবাদ করে তাদের নিজস্ব ভাষায় পাঠাবে।
অ্যাপলের প্রতিদ্বন্দ্বী ইয়ারবাডস যেমন গুগলের পিক্সেল বাডস দীর্ঘদিন ধরে এ সুবিধা দিয়ে আসছে। যদিও রয়টার্সের মন্তব্যের জন্য করা অনুরোধে অ্যাপল তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে গত বছর কোম্পানিটি বলেছিল, সফটওয়্যার আপডেটের মাধ্যমে এয়ারপডস প্রো ২ একটি ব্যক্তিগত শ্রবণযন্ত্রে পরিণত করা যেতে পারে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, অ্যাপল চলতি বছর শেষে সফটওয়্যারে বড় ধরনের পরিবর্তন করার পরিকল্পনা করছে। এ হালনাগাদের মাধ্যমে আইফোন, আইপ্যাড ও ম্যাকের অপারেটিং সিস্টেম এবং ইন্টারফেসের ডিজাইন পরিবর্তন করা হবে। এর মূল উদ্দেশ্য নতুন প্রজন্মের ব্যবহারকারীদের জন্য অপারেটিং সিস্টেমগুলোকে আধুনিক করা।