গুগলের আসন্ন পিক্সেল ১০ সিরিজে বেস মডেলে প্রথমবারের মতো টেলিফটো ক্যামেরা যুক্ত হতে পারে। সম্প্রতি টেকলিকার ও টিপস্টার অনলিকসের বরাতে অ্যান্ড্রয়েড হেডলাইনসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অ্যান্ড্রয়েড হেডলাইনস ও অনলিকসের যৌথ প্রতিবেদনের তথ্যানুযায়ী, এ ফোনের পেছনে তিনটি লেন্স রয়েছে। এর একটিই টেলিফটো ক্যামেরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া পিক্সেল ৯-এর তুলনায় ডিজাইনে তেমন পরিবর্তন না থাকলেও, বেস মডেলে টেলিফটো ক্যামেরা্র সংযোজন পিক্সেল ১০ কে পিক্সেল ‘এ’ সিরিজ থেকে আলাদা করেছে।
সূত্রের তথ্যানুযায়ী, পিক্সেল ১০-এর ডিসপ্লেতে আগের মডেলের মতোই ৬.৩ ইঞ্চি সমতল প্যানেল ও সেন্টার্ড পাঞ্চ হোল ডিজাইন বজায় রাখা হয়েছে। তবে ক্যামেরা মডিউল আগের তুলনায় আরো প্রশস্ত করা হয়েছে। এর প্রস্থ ৩.৪ মিলিমিটার বলে জানা গেছে।
তৃতীয় ক্যামেরাটি ম্যাক্রো বা ডেপথ সেন্সরও হতে পারে। তবে পিক্সেল ৯এ-র তুলনায় ক্যামেরা মডিউলের অতিরিক্ত উঁচু হওয়া থেকে ধারণা করা হচ্ছে, এটিই মডেলটির টেলিফটো সেন্সর।
পিক্সেল ১০-এর টেলিফটো ক্যামেরাটি প্রো মডেলের তুলনায় ছোট সেন্সর ব্যবহার করতে পারে। তাই প্রো মডেলের মতো একই ইমেজ কোয়ালিটি আশা করা ঠিক হবে না। যেহেতু এটি একটি ফাঁস হওয়া তথ্য, তাই চূড়ান্ত ঘোষণা আসার আগে নিশ্চিত হওয়া কঠিন।
উল্লেখ্য, পিক্সেল ১০ সিরিজ চলতি বছরের শেষের দিকে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এটি হবে গুগলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনের দশম সংস্করণ। তৃতীয় লেন্স ছাড়া পিক্সেল ১০-এর ডিজাইন ও ডাইমেনশন আগের সিরিজের মতোই থাকবে। তবে উন্মোচের আগ পর্যন্ত এ তথ্য নিশ্চিত করে বলা যাচ্ছে না।
গুগল সাধারণত পিক্সেল ফোন অক্টোবরে ঘোষণা করে, কিন্তু গত বছর পিক্সেল ৯ উন্মোচন হয় দুই মাস আগেই। আগস্টে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউর শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হয় ‘মেড বাই গুগল’ ইভেন্ট। বার্ষিক এ আয়োজনে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে টেক জায়ান্টের তৈরি পিক্সেলের স্মার্টফোন। পিক্সেল সিরিজ বাজারে আনার পর গুগল ‘এ’ সিরিজ নামে তাদের সাশ্রয়ী ফোনের একটি সংস্করণও প্রকাশ করে। এ ফোনগুলো সাধারণত মে মাসে বাজারে আসে। তবে এবার পিক্সেল ৯এ আগের তুলনায় তাড়াতাড়ি প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছে কোম্পানিটি।