গত সপ্তাহে হুয়াওয়েকে এসডি অ্যাসোসিয়েশনের সদস্য থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এসডি অ্যাসোসিয়েশনের সদস্য থেকে সরিয়ে দেওয়া ৬ দিনের মাথায় আবারও এসডি অ্যাসোসিয়েশন হুয়াওয়ের নাম দেখা গেছে ।
এসডি অ্যাসোসিয়েশন হচ্ছে বিশেষ বাণিজ্য সংস্থা, যারা এসডি ও মাইক্রোএসডি কার্ড ও যন্ত্রাংশের মান নিয়ে কাজ করে।
হুয়াওয়ে প্রতিনিধিরা অ্যান্ড্রয়েড অথরিটির কাছে খবর নিশ্চিত করেছেন যে এসডি এসোসিয়েশনের সদস্য তালিকা এখন আবার হুয়াওয়ে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে ।
হুয়াওয়ের নিজস্ব ন্যানো এসডি কার্ড টেকনোলজি রয়েছে, কিন্তু প্রযুক্তিটি যথেষ্ট জনপ্রিয় নয় ফলে কোম্পানিটি সামনে কি করতে চলেছে সে ব্যাপারে এখনো অস্পষ্ট। কোম্পানিটি হয়তো তাদের ন্যানো কার্ডের দাম কমিয়ে দিতে পারে, ফলে মার্কেটে নতুন ডিমান্ড তৈরি হবে।