যারা স্মার্টফোন কিনতে বিভিন্ন মার্কেটে ঢু মারছেন তাদের জন্য সুখবর। একটি মডেলের ফোনের দাম কমিয়েছে শাওমি। শাওমি বাংলাদেশের ফেসবুক পেজ রেডমি ১৪ সি মডেলের দাম কমানোর খবর জানানো হয়েছে।
শাওমির সাব-ব্র্যান্ড রেডমি ১৪সি ফোনের ৬ জিবি রাম ও ১২৮ জিবি রম ভার্সনের দাম কমানো হয়েছে ১০০০ টাকা। এই ফোনটি এখন কেনা যাবে ১৩ হাজার ৯৯৯ টাকায়। এই মডেলের আগের দাম ছিল ১৪ হাজার ৯৯৯ টাকা।
শাওমি রেডমি ১৪ সি ফোনটি সর্বপ্রথম ২০২৪ সালের আগস্টে আন্তর্জাতিক বাজারে আসে। এই ফোনে ৬.৮৮ ইঞ্চির বড় ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে এইচডি প্লাস রেজুলেশন পাওয়া যাবে।