গুগল আনুষ্ঠানিকভাবে মে মাসের প্রথম দিকে গুগল আইও ২০১৯ অ্যান্ড্রয়েড কিউ বিটা প্রোগ্রামের লিস্ট ঘোষণা করে যেখানে মোট ২১টি হ্যান্ডসেটের নাম প্রকাশ করে। সেই লিস্টে হুয়াওয়ে এর মেট ২০ প্রো ছিল ।
মার্কিন নিষেধাজ্ঞা এবং গুগলের ব্যবসায়িক সম্পর্ক আংশিক স্থগিতের কারণে হুয়াওয়েয়ের পণ্যগুলি অ্যান্ড্রয়েড এন্টারপ্রাইজ প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হয়েছিল বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডার ।
তবে অ্যান্ড্রয়েড পুলিশ এক প্রতিবেদনে জানিয়েছে , হুয়াওয়ে মেট ২০ প্রো টি অ্যান্ড্রয়েড কিউ বিটা প্রোগ্রামের অংশ আবার আবির্ভূত হয়েছে । হুয়াওয়ে এবং গুগলের মধ্যে আলোচনায় কোন অগ্রগতি হয়েছে কিনা তা পরিস্কার না হলেও মেট ২০ প্রো ব্যবহারকারিদের জন্য সুসংবাদ ।
গুগল হুয়াওয়ের পাশ থেকে সরে যাওয়ায় ধারণা করা হচ্ছিল অ্যান্ড্রয়েড পাই হবে তাদের শেষ অ্যান্ড্রয়েড সংস্করণ। কিন্তু এ আশঙ্কা আর থাকছে না।
অ্যান্ড্রয়েডের নিষেধাজ্ঞা বিবেচনা করে হুয়াওয়ে কর্তৃপক্ষ তাদের বিকল্প পরিকল্পনার বিষয়টি সামনে এনেছে। এই ওএস কম্পিউটার, গাড়ি, টিভি ও পরিধানযোগ্যপ্রযুক্তি পণ্যে ব্যবহার করা যাবে।
অ্যান্ড্রয়েড কিউ প্রোগ্রামে তালিকায় যে সকল হ্যান্ডসেট অন্তর্ভুক্ত আছে জানতে এই ক্লিক করুন ।