বৈশ্বিক স্মার্টফোন বাজারে হুয়াওয়ে এ মুহূর্তে প্রতিদিন পাঁচ থেকে ছয় লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করছে হুয়াওয়ে । সাংহাইয়ে অনুষ্ঠিত সিইএস এশিয়া টেকনোলজি শোতে এই কথা জানান হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপের চিপ স্ট্র্যাটেজি অফিসার ।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) মধ্যেই বিশ্বের বৃহৎ স্মার্টফোন নির্মাতা হওয়ার লক্ষ্য ছিল হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেডের। কিন্তু চলতি বছরের মধ্যে চীনভিত্তিক প্রতিষ্ঠানটির সে লক্ষ্য পূরণ হচ্ছে না । বাণিজ্য নিষেধাজ্ঞা কারনে আরও কিছুটা সময় লাগবে বলে তিনি জানান।
হুয়াওয়ে গত জানুয়ারিতে জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের বাজার ছাড়াই বিশ্বের সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠানের তকমা দখলে নেবে।
বিশ্বের বৃহৎ টেলিযোগাযোগ নেটওয়ার্ক সরঞ্জাম এবং দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে। বাজারে গ্রাহক চাহিদার আলোকে ডিজাইন এবং প্রযুক্তি সংবলিত স্মার্টফোন সরবরাহের মাধ্যমে দারুণ সাড়া ফেলেছে প্রতিষ্ঠানটি। যে কারণে আইফোনের মতো জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা অ্যাপলকে পেছনে ফেলে বৈশ্বিক বাজারের দ্বিতীয় বৃহৎ ডিভাইস নির্মাতার তকমাটি দখলে নিতে পেরেছে প্রতিষ্ঠানটি। ডিভাইস সরবরাহে অ্যাপলকে পেছনে ফেলার পরপরই স্যামসাংকে হটিয়ে বিশ্বের বৃহৎ ফোন নির্মাতার আসনটিও দখলে নেয়ার ঘোষণা দিয়েছিল হুয়াওয়ে। চলতি বছরের চতুর্থ প্রান্তিককে এ লক্ষ্য অর্জনের সময়সীমা ধরা হয়েছিল।
বিশ্লেষকদের ভাষ্যে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে চলতি বছর হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি এক-চতুর্থাংশ কমে যেতে পারে। অর্থাৎ ঘোষিত মার্কিন নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়িত হলে চলতি বছর প্রতিষ্ঠানটির স্মার্টফোন সরবরাহ ৪ থেকে ২৪ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। তবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিয়েই এখনো অনেকে সন্দিহান। যে কারণে আগামী ছয় মাসে হুয়াওয়ের সরবরাহ হ্রাস নিয়ে সুনির্দিষ্ট পূর্বাভাস দিতে চান না।