ভারত সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে এক কিলোমিটার পর্যন্ত এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক কভারেজ বন্ধ করে দেয়া হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) নির্দেশনা অনুযায়ী হঠাৎ করেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে অপারেটররা। এর ফলে ভারতীয় সীমান্ত অঞ্চলে চার অপারেটরের প্রায় দুই হাজার বিটিএস বন্ধ করা হয়েছে।
জানাগেছে, রোববার রাতে বিটিআরসি’র স্পেকট্রাম ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. সোহেল রানা স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে দেশের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় নেটওয়ার্ক কভারেজ বন্ধ রাখতে হবে।
গ্রামীণফোন, টেলিটক, রবি এবং বাংলালিংক বরাবর এই নির্দেশনা পাঠানো হয়।
নির্দেশনার কারণ জানতে চাইলে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক ডিজিবাংলা-কে মুঠোফোনে জানান, সম্প্রতি সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক থেকে সিদ্ধান্ত বাস্তবায়নে এ নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সীমান্তের অভ্যন্তরে এক কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকবে।
অপরদিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে তিন-চারটি মন্ত্রণালয়ের সম্মিলিত আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, “এটি আমাদের মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয়। এটি অন্য একটি মন্ত্রণালয় থেকে এসেছে এবং আমরা কেবল তা বাস্তবায়ন করেছি।”