পাওয়ার ম্যানেজমেন্ট চিপ উৎপাদন দ্বিগুণ বাড়াতে ১২ হাজার ৫০০ কোটি ইয়েন বা ১০৯ কোটি ডলার বিনিয়োগ করবে তোশিবা। ইনফিনিওন টেকনোলজিসের মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এ পরিকল্পনা গ্রহণ করেছে জাপানভিত্তিক প্রতিষ্ঠানটি।
পাওয়ার ম্যানেজমেন্ট চিপ উৎপাদনে জাপানের মূল কেন্দ্রে ৩০০ মিলিমিটারের ফ্যাব্রিকেশন প্লান্ট স্থাপন করবে প্রতিষ্ঠানটি। এ চিপের মাধ্যমে বৈদ্যুতিক গাড়ি, ডিভাইস ও শিল্প-কারখানার যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা যায়। নতুন প্লান্ট স্থাপনে তোশিবা ১০ হাজার কোটি ইয়েন এবং বিদ্যমান একটি চিপ উৎপাদন কেন্দ্রে ৩০০ মিলিমিটার ফ্যাব্রিকেশন প্লান্ট স্থাপনে ২ হাজার ৫০০ কোটি ইয়েন ব্যয় করবে বলে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র সূত্রে জানা গেছে।
২০২৫ সালের মার্চ থেকে নতুন প্লান্টে আনুষ্ঠানিকভাবে উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফ্যাব্রিকেশন প্লান্টের প্রাথমিক ধাপের কাজ শেষ হলে তোশিবার পাওয়ার চিপ উৎপাদন ক্ষমতা বর্তমানের তুলনায় ২ দশমিক ৪ গুণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। মুখপাত্র আরো জানান, চাহিদার পরিপ্রেক্ষিতে প্লান্টটিতে নতুন বিনিয়োগের মাধ্যমে প্রযুক্তিগত উন্নয়ন করা হবে।