বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের দাম ইতালির চেয়ে বেশি, আবার শ্রীলঙ্কা, মালদ্বীপ, উগান্ডার মতো দেশগুলো থেকে পিছিয়ে আছে গতিতে। ইন্টারনেটের দাম ও গতি পর্যালোচনাকারী ব্রিটিশ প্রতিষ্ঠান কেবল ডট কো ডট ইউকে’র এক পরিসংখ্যানে বলা হয়েছে, বাংলাদেশে গড়ে প্রতি জিবি মোবাইল ডেটা কিনতে খরচ হয় ৩২ সেন্ট, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ টাকা।
তথ্য আনুসারে, ইতালিতে এক জিবি ইন্টারনেট কিনতে খরচ হয় ১২ সেন্ট, বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ টাকা। ভারতেও ইন্টারনেটের দাম বাংলাদেশ থেকে অনেক কম। এক জিবি ইন্টারনেট ১৭ সেন্ট, বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৭ টাকা। এছাড়া দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ নেপাল, শ্রীলঙ্কায় বাংলাদেশ থেকে কম দামে মোবাইল ইন্টারনেট পাওয়া যায়।
অন্যদিকে মোবাইল ইন্টারনেটের গতির দিক দিয়ে ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৫তম। এ তালিকায় দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ ২৮তম, নেপাল ১১৫তম, পাকিস্তান ১১৬তম, শ্রীলঙ্কা ১১৭তম, ভারত ১১৮তম ও আফগানিস্তান ১৩৭তম অবস্থানে রয়েছে।
স্পিডটেস্টের পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ছাড়া বাকি দেশগুলোতে বাংলাদেশের চেয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা পাওয়া যায়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ইন্টারনেটের গতিতে শীর্ষে রয়েছে মালদ্বীপ। সেখানে ৬২ দশমিক ৩২ এমবিপিএস ইন্টারনেট গতি পাওয়া যায়। যেখানে বাংলাদেশের গতি ১১ দশমিক ৭১ এমবিপিএস।
এছাড়া দ্রুতগতির ইন্টারনেট সেবায় আফ্রিকার দেশ উগান্ডা, অ্যাঙ্গোলা, নামিবিয়া, কঙ্গো প্রজাতন্ত্র ও ইথিওপিয়ার মতো দেশগুলো চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে গড়ে ১২৬ দশমিক ৯৬ এমবিপিএস ইন্টারনেট সরবারহের মাধ্যমে গতির দিক দিয়ে শীর্ষে রয়েছে নরওয়ে। কমদামে প্রতি জিবি ৪ সেন্ট বা ৪ টাকার সামান্য বেশি দামে মোবাইল ইন্টারনেট সরবরাহ করে শীর্ষে রয়েছে ইসরায়েল।