মোবাইল ইন্টারনেটের গতিতে ১৪২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৯তম। পাকিস্তান, শ্রীলঙ্কা, লিবিয়া, উজবেকিস্তান ও উগান্ডার মতো দেশও এগিয়ে রয়েছে বাংলাদেশ থেকে।
ইন্টারনেট অ্যাকসেস ও পারফরম্যান্স অ্যানালিসিস কোম্পানি ওকলার সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ওকলা বিশ্বের বিভিন্ন দেশের মোবাইল ও ব্রডব্যান্ড নেটওয়ার্ক ইন্টেলিজেন্স, টেস্টিং অ্যাপ্লিকেশন্স এবং প্রযুক্তি নিয়ে কাজ করে থাকে।
মোবাইল ইন্টারনেটের গতিতে শীর্ষে আছে কাতার। দেশটিতে গড় ইন্টারনেটের গতি ১৭৬.১৮ এমবিপিএস। বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গড় গতি মাত্র ১৩.৯৫ এমবিপিএস। তবে আগের বছরের তুলনায় ৭ শতাংশ বেড়েছে।
২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত গত এক বছরের ফলাফল সম্প্রতি ওকলার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
তথ্য অনুযায়ী, কাতারের পরেই দ্বিতীয় অবস্থানে আছে ইউনাইটেড আরব আমিরাত। দেশটিতে গড় মোবাইল ইন্টারনেটের গতি ১৩৯.৪১ এমবিপিএস। তৃতীয় অবস্থানে আছে নরওয়ে। তাদের ইন্টারনেটের গতি ১৩১.৫৪ এমবিপিএস।
১৪.২৭ এমবিপিএস ইন্টারনেট গতিতে ১১৮তম শ্রীলঙ্কা, ১৪.৪৮ এমবিপিএস ইন্টারনেট গতিতে ১১৭তম লিবিয়া, ১৪.৫৫ এমবিপিএস ইন্টারনেট গতিতে ১১৫তম শ্রীলঙ্কা এবং ২৬.২৭ এমবিপিএস ইন্টারনেট গতিতে ৭২তম অবস্থানে আছে উগান্ডা।
ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে শীর্ষে রয়েছে চিলি। দেশটিতে গড় ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি ২১৬.৪৬ এমবিপিএস। দ্বিতীয় অবস্থানে আছে চীন। যেখানে ২১৪.৫৮ এমবিপিএস গতিতে ব্রডব্যান্ড ইন্টারনেট উপভোগ করা যায়। সিঙ্গাপুর রয়েছে তৃতীয় অবস্থানে। দেশটির গড় ইন্টারনেটের গতি ২১৪.২৩ এমবিপিএস।
ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান ১০২তম, গতি ৩৪.৮৫ এমবিপিএস। যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেড়েছে।