বৈশ্বিক প্রিমিয়াম হ্যান্ডসেট বাজারে কোনো প্রতিষ্ঠানই সুবিধা করতে পারছে না। বাজারটিতে বিক্রি বাড়াতে তাই পিক্সেল ব্র্যান্ডের সাশ্রয়ী স্মার্টফোন উন্মোচন করেছে প্রযুক্তি কোম্পানি গুগল। ধারণা করা হচ্ছে, পিক্সেল ব্র্যান্ডের তুলনামূলক কম দামের হ্যান্ডসেট প্রিমিয়াম ডিভাইস বাজারে বিক্রি বাড়াতে ভূমিকা রাখবে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।
২০০৮ সাল থেকে প্রতি বছরই ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও’ আয়োজন করে আসছে মার্কিন প্রযুক্তি কোম্পানি গুগল। চলতি বছরও ব্যতিক্রম ঘটেনি। গত মঙ্গলবার বেশকিছু নতুন পণ্যে গুরুত্ব দিয়ে গুগল আই/ও ২০১৯ শুরু হয়, যা শেষ হয়েছে গতকাল। গুগল গত ১২ মাসে যেসব পণ্য উন্নয়নে কাজ করেছে, সম্মেলনে সেসবই প্রদর্শন করা হয়। পাশাপাশি চলতি বছর যেসব পণ্য উন্নয়নে গুরুত্ব দেয়া হবে, তারও ধারণা দেয়া হয় সম্মেলনে। গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইয়ের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে ডেভেলপার সম্মেলন গুগল আই/ও ২০১৯-এর পর্দা উঠেছে।
২০১৮ সালের নভেম্বরে পিক্সেল ৩ সিরিজের প্রিমিয়াম স্মার্টফোনের সরবরাহ শুরু করে গুগল। পিক্সেল ৩ সিরিজের প্রকৃত ডিভাইসের চেয়ে কম গতির প্রসেসর এবং সাশ্রয়ী উপাদান দিয়ে তৈরি পিক্সেল ৩এ এবং পিক্সেল ৩এ এক্স নামে নতুন দুটি স্মার্টফোন উন্মোচন করেছে গুগল। ৫ দশমিক ৬ ইঞ্চি ডিসপ্লের পিক্সেল ৩এ ডিভাইসটির দাম ধরা হয়েছে ৩৯৯ ডলার এবং পিক্সেল ৩এ এক্সএল ডিভাইসটির দাম ধরা হয়েছে ৪৭৯ ডলার, গুগলের বিদ্যমান পিক্সেল ব্র্যান্ডের অন্যান্য হ্যান্ডসেটের দামের চেয়ে যা প্রায় অর্ধেক।
বৈশ্বিক মোবাইল হার্ডওয়্যার বাজারে কয়েক বছর ধরেই ব্যবসা জোরদারের চেষ্টা চালিয়ে আসছে গুগল। তবে স্যামসাং ও অ্যাপলের মতো ডিভাইস জায়ান্টদের কারণে সুবিধা করতে পারছে না প্রতিষ্ঠানটি।
ডেভেলপার সম্মেলনে গত মঙ্গলবার পিক্সেল ব্র্যান্ডের সাশ্রয়ী হ্যান্ডসেটের পাশাপাশি একগুচ্ছ নতুন প্রযুক্তিপণ্য উন্মোচন করেছে গুগল। এসব পণ্যের মধ্যে রয়েছে ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের হালনাগাদ সংস্করণ, গুগলের সেবা ব্যবহারের ক্ষেত্রে বর্ধিত প্রাইভেসি কন্ট্রোল ও একটি নতুন স্মার্ট স্পিকার।
গত সোমবার গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের প্রধান অর্থ কর্মকর্তা রুথ পোরাট ওয়াল স্ট্রিট জার্নালের বিশ্লেষকদের জানান, চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের প্রিমিয়াম পিক্সেল ব্র্যান্ডের হ্যান্ডসেট আশানুরূপ বিক্রি হয়নি। তুলনামূলক চড়া দামের কারণে পিক্সেল ব্র্যান্ডের হ্যান্ডসেট গ্রাহক আকর্ষণ হারিয়েছে। রুথ পোরাটের এমন মন্তব্যের একদিন পরই গত মঙ্গলবার গুগল আই/ও ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে পিক্সেল ব্র্যান্ডের সাশ্রয়ী স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দেন পিচাই।
গুগলের নির্বাহী ব্রায়ান রাকোস্কি বলেন, গ্রাহক সন্তুষ্টির বিষয়ে গুরুত্ব দিয়ে পিক্সেল ব্র্যান্ডের সাশ্রয়ী ডিভাইসগুলো ডিজাইন করা হয়েছে। আমরা আশা করছি, পিক্সেল ৩ সিরিজের নতুন এবং সাশ্রয়ী ডিভাইস গ্রাহকদের প্রত্যাশা পূরণ করবে। প্রিমিয়াম হ্যান্ডসেট বিক্রি বাড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈশ্বিক প্রিমিয়াম স্মার্টফোন বাজারে শুধু গুগলই নয়, অ্যাপল কিংবা স্যামসাংয়ের মতো ডিভাইস জায়ান্টরাও টানা কয়েক প্রান্তিক ধরে খারাপ সময় পার করছে। চড়া দামের কারণে স্মার্টফোনের গুরুত্বপূর্ণ বাজার চীনে জনপ্রিয় আইফোন বিক্রি প্রায় স্থবির হয়ে পড়েছে। দেশটির বাজারে অ্যাপলের দখল ১ শতাংশের নিচে নেমে গেছে। চীনের বাজারে স্যামসাংও খারাপ সময় পার করছে।
বিশ্লেষকদের ভাষ্যে, পিক্সেল ৩এ এবং পিক্সেল ৩এ এক্সএলের ডিসপ্লে পিক্সেল সিরিজের হাই-এন্ড হ্যান্ডসেটগুলোর মতো নয়। তবে ডিভাইসগুলো ব্যবহারে কিছু প্রিমিয়াম ফিচার ছাড়া প্রকৃত ডিভাইসের মতোই অভিজ্ঞতা মিলবে।