বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের টেলিযোগাযোগ লাইসেন্সিং ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে। কমিশন এবার সব ধরনের লাইসেন্স আবেদন, নবায়ন, নাম-ঠিকানা পরিবর্তনসহ যাবতীয় প্রক্রিয়া ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরের ঘোষণা দিয়েছে।
এই লক্ষ্যে চালু করা হয়েছে নতুন ‘লাইসেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (LIMS)’। আগামি ১৭ মে ২০২৫ থেকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদনের বিধান বাধ্যতামূলকভাবে কার্যকর হবে।
কাগজ নয়, সব হবে অনলাইনে
বিটিআরসি জানিয়েছে, LIMS চালুর ফলে এখন থেকে আর কাগজে বা সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। প্রত্যেক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে নিজস্ব ইউজার অ্যাকাউন্ট খুলে, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে অনলাইনে আবেদন করতে হবে। কমিশনের পক্ষ থেকে অনলাইনে ই-লাইসেন্স সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।
কোন কোন আবেদন যাবে LIMS-এ?
-
নতুন লাইসেন্স আবেদন
-
লাইসেন্স নবায়ন
-
নাম ও ঠিকানা পরিবর্তন
-
প্রতিষ্ঠানের স্ট্রাকচারে পরিবর্তন
-
তথ্য হালনাগাদ
ডিজিটাল বাংলাদেশে নতুন মাইলফলক
বিটিআরসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এই পদক্ষেপ স্বচ্ছতা, সময়সাশ্রয় এবং দক্ষতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। একইসঙ্গে লাইসেন্স প্রদান কার্যক্রমে জবাবদিহিতা ও সংরক্ষণযোগ্য রেকর্ড তৈরির সুবিধাও নিশ্চিত হবে।
প্রশাসনিক নির্দেশনা
বিটিআরসির সব বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট শাখাগুলোকে এই ব্যবস্থার সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সরকারি-বেসরকারি সব সেবাদানকারী প্রতিষ্ঠানকে অনলাইনে আবেদন প্রক্রিয়ার সাথে খাপ খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে।