নানা ফিচারের নিত্যনতুন স্মার্টফোন সাশ্রয়ী দামে গ্রাহকদের হাতে তুলে দিতে বাজারে বরাবরই এগিয়ে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। দেশেই নিজস্ব কারখানায় স্মার্টফোন তৈরি করছে ওয়ালটন।
বিগত বছরগুলোর ন্যয় এ বছরও স্মার্টফোনপ্রেমীদের জন্য ওয়ালটন বাজারে নিয়ে এসেছে নানা মডেলের ও নানা ফিচারের ভরপুর সব নতুন স্মার্টফোন।
এ বছরে ওয়ালটনের প্রথম স্মার্টফোন ‘প্রিমো আরএক্সফাইভ’, এরপর গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতে বছরজুড়ে স্মার্টফোনে এনে গ্রাহকদের প্রত্যাশা পূরণ করে প্রযুক্তিপণ্যের বাংলাদেশি মাল্টিন্যাশনাল এই প্রতিষ্ঠানটি। এর মধ্যে থেকে সেরা স্মার্টফোন নিয়ে এ প্রতিবেদন।
প্রিমো আরসিক্স ম্যাক্স : নচ সুবিধার বড় ডিসপ্লের স্মার্টফোন এটি। এই ফোনে ব্যবহৃত হয়েছে ৬.২৬ ইঞ্চির ১৯:৯ রেশিওর নচ ডিসপ্লে। এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৫২০ বাই ৭২০ পিক্সেল। আইপিএস প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাসও। অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে চালিত এই ফোনে ব্যবহৃত হয়েছে ১.৬ গিগাহার্জ গতির এআরএম কর্টেক্স-এ৫৫ অক্টা কোর প্রসেসর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩ জিবি ডিডিআর৪ র্যাম, পাওয়ার ভিআর জিই৮৩২২ গ্রাফিক্স, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়। ক্যামেরার ক্ষেত্রে ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএএফ প্রযুক্তির এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ বিএসআই ১৩ এবং ২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। আর সেলফির জন্য সামনে রয়েছে পিডিএএফ প্রযুক্তির বিএসআই ৮ মেগাপিক্সেল ক্যামেরা। দুর্দান্ত পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। ৮.৫ মিমি স্লিম হ্যান্ডসেটটি ৪জি নেটওয়ার্ক সাপোর্ট সুবিধাসম্পন্ন। মাত্র ১০,৯৯৯ টাকা মূল্যের জনপ্রিয় এই ফোনটি আগস্ট মাসে বাজারে নিয়ে আসে ওয়ালটন।
প্রিমো আরএক্সসেভেন : সম্পূর্ণ গ্লাস ডিজাইনের এআই সমৃদ্ধ ডুয়াল রিয়ার ক্যামেরার স্মার্টফোন এটি। আকর্ষণীয় ডিজাইনের অক্টাকোর প্রসেসরযুক্ত ফোনটি অক্টোবরে বাজারে নিয়ে আসে ওয়ালটন। মাত্র ১৩,৯৯৯ টাকা মূল্যের এই ফোনে রয়েছে ৬.৩ ইঞ্চির ১৯:৯ রেশিওর ওয়াটারড্রপ ডিসপ্লে। ফুল এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল। আইপিএস ইনসেল প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাস। অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে চালিত প্রিমো আরএক্সসেভেন ফোনে ক্যামেরা হিসেবে ব্যবহৃত হয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এআই প্রযুক্তির এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ ডুয়াল রিয়ার ক্যামেরা। ৫পি লেন্স সমৃদ্ধ ১৬ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা দেয় উজ্জ্বল ছবি। আর ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা নিশ্চিত করে ডেফথ-অব-ফিল্ড ইফেক্ট। সেলফির জন্য সামনে রয়েছে পিডিএফ প্রযুক্তির এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। রিয়ার এবং ফ্রন্ট উভয় পাশের ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যায়। পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩৯০০ মিলিঅ্যাম্পিয়ারের লি-পলিমার ব্যাটারি। আর ফোনের পারফরম্যান্স নিশ্চিতে রয়েছে ২.০ গিগাহার্জ গতির এআরএম কর্টেক্স-এ৫৩ অক্টাকোর প্রসেসর, ৪ জিবি র্যাম, মালি-জি৭১ এমপি২ গ্রাফিক্স, ৩২ জিবি ইন্টারনাল মেমোরি, যা ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করে। ৪জি প্রযুক্তির এই ফোনে আরো রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
প্রিমো এসসেভেন: এ বছরে ওয়ালটনের তৈরি প্রথম নচ ডিসপ্লের স্মার্টফোন এটি। পাশাপাশি এটি ট্রিপল রিয়ার ক্যামেরার স্মার্টফোন। ফলে জুলাই মাসে ফোনটি প্রি-অর্ডারেই ব্যাপক সাড়া ফেলে। বাজারে আসে আগস্টে। প্রিমো এসসেভেন ফোনে ব্যবহৃত হয়েছে ৬.২৬ ইঞ্চির ১৯:৯ রেশিওর নচ ডিসপ্লে। এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৫২০ বাই ৭২০ পিক্সেল। আইপিএস প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাস। অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে চালিত এই ফোনে ব্যবহৃত হয়েছে অত্যন্ত স্লিম (১২ ন্যানোমিটার) ৬৪ বিটের ২.০ গিগাহার্জ গতির অক্টাকোর প্রসেসর। সঙ্গে রয়েছে ৩ জিবি ডিডিআর৪ র্যাম এবং পাওয়ার ভিআর জিই৮৩২০ গ্রাফিক্স। ফোনটির ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যায়। দুর্দান্ত ছবি তোলার জন্য ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহৃত হয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির ১২, ১৩ এবং ২ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা। এর ১২ মেগাপিক্সেল ক্যামেরায় রয়েছে সনি আইএমএক্স৪৮৬ সেন্সর, এতে অল্প আলোতে চমৎকার ছবি তোলা যায়। ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা ১২০ ডিগ্রি সুপার ওয়াইড-অ্যাঙ্গেলে ছবি ধারণের সুবিধাসম্পন্ন। ২ মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরায় রয়েছে ডেপথ সেন্সর, যা দেয় পোর্ট্রেট মোডে অসাধারণ ছবি তোলার সুবিধা। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে পিডিএএফ প্রযুক্তির ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। রিয়ার এবং ফ্রন্ট উভয় ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যায়। ৮.২ মিমি স্লিম হ্যান্ডসেটটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ৪জি নেটওয়ার্ক সাপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩৯০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি প্রভৃতি। এতসব সুবিধাসম্পন্ন প্রিমো এসসেভেন-এর মূল্য মাত্র ১৪,৯৯৯ টাকা।