নুবিয়া রেড ম্যাজিক ৫ জি বেশ সারা ফেলেছিল, এবার তারই নতুন পুনরাবৃত্তির পরিবর্তন ঘটালো ফোনটি। নুবিয়া কিন্তু জেড টি ই এর একটি ফোন। এবার দেখে আসি নুবিয়া রেড ম্যাজিক ৫এস এ কি দেওয়া হলো:
নুবিয়া রেড ম্যাজিক ৫ এস এ ডিসপ্লে দেওয়া হয়েছে ৬.৬৫ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে। যার রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০*২৩৪০ পিক্সেল এর ও পি পি আই ৩৮৮। ফোনটির রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১৪৪ হার্জ। ২৪০ হার্জ এর টাচ সেন্সিং রেট। অর্থাৎ বেশ ফাস্ট মোবাইলটি। মোবাইলটির ওজন মাত্র ২২০ গ্রাম ও পরিমাপ দেওয়া হয়েছে ১৬৮.৬*৭৮.০*৯.৮ মিলিমিটার। ফ্রন্ট এবং ব্যাক সাইডে দেওয়া হয়েছে গরিলা গ্লাস এর নিরাপত্তা। অ্যালুমিনিয়াম ফ্রেমে বাধা বডিটি।
এবার আলোচনা করে আসি মোবাইলটির ক্যামেরা সেকশন নিয়ে:
নুবিয়া রেড ম্যাজিক ৫ এস মোবাইলটিতে ত্রিপল রিয়ার ক্যামেরা ব্যাবহার করা হয়েছে। প্রাইমারি ক্যামেরাটি দেওয়া হয়েছে ৬৪ মেগাপিক্সেল এর, আল্ট্রাওয়াইড এংগেল ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল এর এবং ম্যাক্রো ক্যামেরাটি দেওয়া হয়েছে ২ মেগাপিক্সেল এর সাথে আছে এল ই ডি ফ্ল্যাশ। সেলফি ক্যামেরাটি দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল এর। ভিডিও ক্যাপচারের ক্ষেত্রে ব্যাক ক্যামেরা গুলো হবে ১০৮০ পি ৩০/৬০/১২০/২৪০ এফপিএস। সেলফি ক্যামেরার জন্য ১০৮০ পি ৩০ এফপি এস।
এবার আলোকপাত করা যাক হার্ডওয়্যার নিয়ে :
নুবিয়া রেড ম্যাজিম ৫এস এ চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগোন ৮৬৫ অক্টাকোর প্রসেসর। জি পি ইউ দেওয়া আছে অ্যাড্রিনো ৬৫০। অ্যান্ড্রোয়িড ভার্সন ১০ ব্যাবহার করা হয়েছে উক্ত ফোনটিতে। স্টোরেজ দেওয়া আছে র্যাম ১২৮ জিবি ও ৮ জিবি, ২৫৬ জি বি ও ১২ জিবি, ২৫৬ জিবি ও ১৬ জিবি।
এবার দেখে আসি ব্যাটারি কি দেওয়া আছে :
ব্যাটারি দেওয়া আছে ৪৫০০ মিলি অ্যাম্পিয়ার এর। সাথে দেওয়া আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ক্যাপাসিটি যার মাধ্যমে ৫৬% চার্জে টাইম নিবে মাত্র ১৫ মিনিট এবং ১০০% চার্জ নিতে সময় নিবে মাত্র ৪০ মিনিট। দারুন চার্জিং ক্যাপাসিটি দেওয়া হয়েছে এখানে। সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ফিংগার প্রিন্ট সহ অন্যান্য সুবিধাদি। ইউ এস বি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। ৫ জি বিশিষ্ট এই ফোনে ব্যাবহার করা যাবে ডুয়েল সিম ও সিমগুলো হবে ন্যানো সিম। এই মোবাইলটির স্টোরেজ ক্যাপাসিটি এবং ব্যাটারি ক্যাপাসিটি আমার বেশ ভাল লেগেছে যা এখনকার বেশির ভাগ মোবাইল এর চেয়ে আলাদা।
এবার দেখে আসি মোবাইলটির মূল্য নিয়ে:
নুবিয়া রেড ম্যাজিক ৫ এস এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এর মূল্য ৪০৬০০ রুপি, ১২ জিবি র্যাম ২৫৬ জিবি স্টোরেজ এর মূল্য ৪৭০০০ এবং ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এর মূল্য ৫৩৪০০ ভারতীয় রুপি নির্ধারন করা হয়েছে। আপনার পছন্দের তালিকায় এই ফোনটি যায়গা হতে পারে। আমার মনে হয় বেশ ভালই হবে ফোনটি।