নকিয়া শিগগিরই তাদের ‘জি’ সিরিজের নতুন ফোন লঞ্চ করবে। নকিয়া পাওয়ার ইউজারের (এনপিইউ) একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, নকিয়া জি১০ ফোনটিকে দ্রুত মার্কেটে আনার প্রস্তুতি নিচ্ছে এইচএমডি গ্লোবাল। এ ফোনের নাম হতে পারে নকিয়া জি১০।
নাম দেখে অনুমান করা হচ্ছে এটি গেমিং সেন্ট্রিক স্মার্টফোন হবে। এ ফোনটিকে কিছুদিন আগে নকিয়ার রাশিয়ার ওয়েবসাইটে টিএ-১৩৩৪ মডেল নম্বরসহ অন্তর্ভুক্ত করা হয়েছিল। ওয়েবসাইটে ফোনটিকে ব্লু কালারে দেখা যায়।
এ ফোনের সঠিক প্রসেসর সম্পর্কে এখনো জানা না গেলেও এতে অক্টা-কোর প্রসেসর থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নকিয়া জি১০ ফোনে দেখা যেতে পারে ৬ দশমিক ৪ ইঞ্চির ডিসপ্লে। যদিও ডিসপ্লের রিফ্রেশ রেট বা রেজল্যুশন সম্পর্কে কোনো তথ্য এখনো সামনে আসেনি।
এ ফোনে থাকতে পারে কোয়াড রিয়ার ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল। অন্য ক্যামেরাগুলো হবে আল্ট্রা ওয়াইড লেন্স, ম্যাক্রো লেন্স ও ডেপথ সেন্সর।
এছাড়াও জানা গেছে ফোনটি ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজসহ পাওয়া যাবে। এতে ফিচার হিসেবে থাকতে পারে এনএফসি, ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ফোনটিতে ৪০০০ এমএএইচের ব্যাটারি এবং চার্জের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট থাকতে পারে। নকিয়া জি১০ ফোনটির দাম সাধারণের হাতের নাগালে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এনপিইউ