স্বাস্থ্যসেবার বিকাশে যুক্তরাষ্ট্রের এইচসিএ হেলথকেয়ারের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করবে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। এজন্য রোগীদের তথ্য ব্যবহার করা হবে এ-সংক্রান্ত এক প্রতিবেদন সূত্রে জানা গেছে। খবর আইএএনএস।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের ২১টি রাজ্যে ১৮১টি হাসপাতাল এবং দুই হাজার স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালনা করে এইচসিএ। এসব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে যে রোগীরা চিকিৎসা গ্রহণ করতে আসেন গুগল তাদের তথ্য ব্যবহার করবে।
সম্প্রতি প্রকাশিত ওই প্রতিবেদনের তথ্যানুযায়ী, আগামী কয়েক বছর এইচসিএ গুগলের সহায়তায় ডিজিটাল হেলথ রেকর্ড এবং ইন্টারনেট সংযোগ সম্পন্ন মেডিকেল ডিভাইস থেকে রোগীদের তথ্য একত্রিত ও সংরক্ষণ করবে। গুগল বেনামে রোগীদের এসব তথ্য সংরক্ষণ করবে।
রোগীদের এসব তথ্যের সহায়তায় নতুন নতুন প্রোগ্রাম তৈরি করা হবে, যার মাধ্যমে যেসব প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা প্রদান করে, তাদের মতামতের ব্যাপারে জানানো হবে। গুগলের পাশাপাশি মাইক্রোসফট ও অ্যামাজনও এমএলভিত্তিক প্রোগ্রাম তৈরির জন্য রোগীদের তথ্য নিয়ে কাজ করছে।