আলোচিত নাথিং ফোন টু বাজারে আসছে আজ। এতে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হচ্ছে। এই সেটাপে ৫০ মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা থাকবে। ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে।
১১ জুলাই বিশ্বব্যাপী লঞ্চ হতে চলেছে ফোনটি। রাত আটটায় নাথিং ফোনের ইউটিউব চ্যানেলে লাইভ দেখা যাবে।
স্মার্টফোনটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেটসহ একটি ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে। ফোনটি চলবে কোয়ালকমের স্ন্যাপড্রাগনের এইট প্লাস জেনারেশন ওয়ান প্রসেসরে।
ব্যাকআপের ডিভাইসটিতে ৪৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হচ্ছে। স্মার্টফোনে, আপনি পাঞ্চ হোল ডিসপ্লে এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাপোর্টও পাবেন।
ডিজাইনের দিক থেকে কোম্পানিটি নতুন ফোনে অনেক পরিবর্তন করেছে, যার মধ্যে কোম্পানি এলইডি লাইটগুলোকে পেছনের প্যানেলে ছোট ছোট অংশে ভাগ করেছে। আগের ভার্সনে গোল ডিজাইনে দেখা গিয়েছিল। আর পেছনের প্যানেলের উপরের ডানদিকে একটি লাল দাগও দেওয়া হয়েছে।