তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়েকে টানা অষ্টমবারের মতো ‘লিডার’ স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গার্টনার ম্যাজিক কোয়াড্রেন্ট। ‘প্রাইমারি স্টোরেজ’ ফিচারের জন্য ২০২৩ সালে প্রতিষ্ঠানটিকে এ স্বীকৃতি দেয়া হয়েছে।
গার্টনারের মতে, ২০২২ সালজুড়ে হুয়াওয়ের প্রাথমিক স্টোরেজ ব্যবস্থা ‘আলটিমেট রিলায়াবিলিটি’, ‘মাল্টি-ক্লাউড ইকোসিস্টেম’, ‘ডাটা রেজিলিয়েন্স’ ও ‘এআইওপিএস ইন্টেলিজেন্ট ম্যানেজমেন্ট’ ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করেছে।
হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এ প্রাথমিক স্টোরেজ জিও-রিডান্ড্যান্ট ৪ ডিসি ডিজাস্টার রিকভারি সল্যুশন প্রদান করে। এটি একই সঙ্গে একাধিক অ্যাপের নিরবচ্ছিন্নভাবে গেটওয়ে-ফ্রি কাজ সম্পন্ন করার সুবিধা দেয়। যাতে ৯৯ দশমিক ৯৯ শতাংশ নির্ভরযোগ্যতা দেয়ার পাশাপাশি ডিআর কেন্দ্রের রিসোর্সের পরিপূর্ণ ব্যবহার সম্ভব হয়।
ডাটা রেজিলিয়েন্স নিশ্চিত করার পরিপ্রেক্ষিতে ইন্ডাস্ট্রির মূলধারার কনটেইনার প্লাটফর্মজুড়ে স্মার্টফোনের অ্যাপ্লিকেশনগুলো নির্বিঘ্নে সুরক্ষিত রয়েছে কিনা তা নিশ্চিত করে হুয়াওয়ে স্টোরেজ।
কুবারনেটিজ, ওপেনশিফট বা র্যাঞ্চার যাই হোক না কেন, এটি ডাটা ব্যাকআপ ও ক্লাউড স্ট্র্যাটেজির কার্যক্রম পরিচালনা ও প্রয়োগের ক্ষেত্রে ক্লাউডের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করতে একটি ক্লাউড-নেটিভ ফাউন্ডেশন সরবরাহে ভূমিকা রাখে।