দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ করেছে গুগল। সম্প্রতি স্যামসাংয়ের ফোনে দুটি অ্যাপকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে অ্যানড্রয়েডের ফোনের অপারেটিং সিস্টেম নির্মাতা প্রতিষ্ঠান গুগল।
গুগল জানিয়েছে, নতুন ফোন কিনলে সেই ব্র্যান্ডের কিছু ইন-বিল্ট অ্যাপ থাকে। স্যামসাংয়ের ফোনেও রয়েছে এমন বেশ কিছু অ্যাপ্লিকেশন। অধিকাংশ মানুষ তা এড়িয়ে চললেও আপনার অজান্তে ব্যক্তিগত তথ্য চুরি করছে অ্যাপসগুলো। আপনার ফোনে যদি এই অ্যাপগুলো থেকে থাকে তাহলে দ্রুত ফোন থেকে সরিয়ে ফেলুন।
স্যামসাংয়ের এই দুই অ্যাপ থেকে সাবধান
অ্যানড্রয়েড ইউজাররা যে অ্যাপ প্লে-স্টোর থেকে ডাউনলোড করছেন তা সুরক্ষিত কিনা সেই বিষয়টি দেখে গুগল প্লে প্রোটেক্ট। কোনো অ্যাপ ক্ষতিকর বা ভাইরাসযুক্ত হলে সেটিকে হার্মফুল বলে চিহ্নিত করে প্রতিষ্ঠানটি। এদিন স্যামসাং ইউজারদের জন্য এমনই দুই অ্যাপকে হার্মফুল ঘোষণা করেছে গুগল।
গুগল প্লে প্রোটেক্ট-এর কাজ হল মোবাইলে যে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করছেন তা ইউজারের ব্যক্তিগত কিংবা সংবেদনশীল তথ্য চুরি করছে কিনা তা যাচাই করা। পাশাপাশি অ্যাপটি নিরাপত্তা সংক্রান্ত সব নিয়ম মেনে চলেছে কিনা তাও নিশ্চিত করে।
৯ টু ৫ গুগলের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ইউজারদের অনেকে গুগলের প্লে প্রোটেক্ট-এর পক্ষে মেসেজ পেতে শুরু করেছে। যেখানে বলা হয়েছে স্যামসাং মেসেজ এবং ওয়ালেট অ্যাপন দুইটি ক্ষতিকর। এই অ্যাপ্লিকেশনগুলো ইউজারদের ব্যক্তিগতে তথ্যে নজরদারী চালাচ্ছে, যেমন – এসএমএস, ফটো, অডিও রেকর্ডিং এবং কল হিস্ট্রি।
স্যামসাং ইউজাররা এই দুটি অ্যাপ থেকে সাবধান থাকুন
অ্যাপ দুইটি হচ্ছে স্যামসাং মেসেজ এবং স্যামসাং ওয়ালেট। সম্প্রতি স্যামসাং কমিউনিটি ফোরাম থেকে বলা হয়েছে, স্যামসাং মেসেজ অ্যাপ ব্যবহার করার ফলে ফোনের সিকিউরিটির সমস্যা দেখা গিয়েছে। গুগলের পক্ষে একটি পপ-আপ পাঠানো হচ্ছে। আপনার কাছে যদি এই দুই অ্যাপ থাকে তাহলে এখনই সতর্ক হন। পাশাপাশি আর কোন অ্যাপ আপনার ফোনের সিকিউরিটি বিঘ্নিত করছে তাও পরীক্ষা করে নিন।
গুগল প্লে প্রোটেক্ট কীভাবে অন করবেন?
প্রথমে যান গুগল প্লে স্টোর অ্যাপে
উপরে ডানদিকে প্রোফাইল আইকনে ক্লিক করুন
প্লে প্রোটেক্ট সেটিংস অপশনে ট্যাপ করুন
এবার অ্যাপসগুলো স্ক্যান করে দেখতে পারবেন
গুগল প্লে প্রোটেক্ট অন করার সুবিধা হল, আপনার ফোনের অপারেটিং সিস্টেম অনুযায়ী এতে কোনও ক্ষতিকর অ্যাপ রয়েছে কিনা তা সম্পর্কে নিশ্চিত হওয়া। ওই অ্যাপে মালওয়্যার ভাইরাস থাকতে পারে। আবার আপনার ফোনের সিকিউরিটি সিস্টেমের সঙ্গে মানানসই নাও হতে পারে।
এক্ষেত্রে ফোন রিস্টার্ট করলে যদি গুগলের সতর্কবার্তা আসা বন্ধ হয়ে যায়। তাহলে সেই উপায়টিও মেনে চলতে পারেন অথবা জমে থাকা অজস্র ডেটা এবং ক্যাচে ক্লিয়ার করতে হবে। এছাড়া অ্যাপগুলো যদি কেউ ব্যবহার করতে পছন্দ করেন। তাহলে গুগল প্লে প্রোটেক্ট-এর সতর্কবার্তাও এড়িয়ে যেতে পারেন।