জাপানের অন্যতম বড় ক্রেডিট কার্ড কোম্পানি ক্রেডিট সাইজনের ক্রেডিট ভেনচার শাখা সাইজন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড (এসআইএমপিএল) থেকে ৬৫ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ ক্যাপিটাল ফান্ডিং পেয়েছেন বাংলাদেশের বিটুবি কমার্স প্ল্যাটফর্ম শপআপ। এটি বাংলাদেশে এসআইএমপিএলের প্রথম বিনিয়োগ।
এ বিষয়ে শপআপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফিফ জামান বলেন, আমাদের ৮ কোটি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য এখন আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা খাদ্য ও ভোগ্যপণ্যের মূল্য শৃঙ্খলে স্বচ্ছতা আনতে দৃঢ়প্রতিজ্ঞ, যা এই প্রয়োজনীয় পণ্যগুলোতে আয়ের অর্ধেকের বেশি ব্যয় করে এমন লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করবে। এই বিনিয়োগের মাধ্যমে শপআপ তাদের প্ল্যাটফর্মে আর্থিক সেবা যোগ করে ব্যবসায়ীদের জন্য লেনদেন সহজ করে তুলবে। ফলে ব্যবসায়ীরা সহজেই তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারবে।
ক্রেডিট সাইজন জানায়, তারা বাংলাদেশের বাজারে শপআপের ক্ষমতায় আস্থাশীল। এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ও আর্থিক অন্তর্ভুক্তিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়।
উল্লেখ্য, ক্রেডিট সাইজন জাপানের তৃতীয় বৃহত্তম ক্রেডিট কার্ড কোম্পানি এবং বিশ্বের বিভিন্ন দেশে তাদের কার্যক্রম চলমান রয়েছে।