অনলাইন জুয়ার ভয়াবহ আসক্তি থেকে মুক্তি পেতে অভিনব পন্থা বেছে নিলেন এক যুবক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, এক যুবক প্রকাশ্যে দুধ ঢেলে নিজেই গোসল করছেন—আর সেইসাথে ঘোষণা দিচ্ছেন, ‘আজ থেকে অনলাইন জুয়া ছাড়ছি!’
শুক্রবার (৯ মে) সন্ধ্যায় কুমারখালীর পান্টি ইউনিয়নের পান্টি গোলাবাড়ি বাজারে ঘটে এ গোসলের ঘটনা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতারাতি ভাইরাল হয়।
ভিডিওটি প্রথমে টিকটক ও ফেসবুকে পোস্ট করা হয় এবং অল্প সময়েই তা ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে।
ভিডিওতে ওই যুবক বলেন—“অনলাইন ক্যাসিনো, লুডো, কার্ড ও স্লট গেমসে আমি অনেক টাকা হারিয়েছি। পরিবার, বন্ধু, স্বপ্ন—সব কিছু নষ্ট করে দিয়েছিল এই জুয়া। আজ থেকে আমি এই অভিশাপ থেকে মুক্ত হচ্ছি। তাই দুধ দিয়ে শরীর ধুয়ে ফেলছি, যেন জীবনের নতুন শুরু হয়।”
স্থানীয়দের মতে, দুধ দিয়ে গোসলকে প্রতীক হিসেবে নেওয়া হয়েছে—নতুন শুরুর প্রতীক হিসেবে। অনেকে এটি ধর্মীয় কিংবা সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ওই যুবক বিগত এক বছরে অনলাইন জুয়ায় প্রায় ৩০ লক্ষাধিক টাকা খুইয়েছেন। ঋণের বোঝা, পারিবারিক অশান্তি এবং মানসিক অবসাদের কারণে একপর্যায়ে তিনি আত্মহত্যা ভাবনা পর্যন্ত গিয়েছিলেন। পরে স্থানীয় এক ইমাম ও কাউন্সেলরের পরামর্শে তিনি নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন।
ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয়ভাবে অনলাইন জুয়ার বিরুদ্ধে আন্দোলন ও গণসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকেই মন্তব্য করছেন—“এই যুবকের সাহস আমাদের চোখ খুলে দিয়েছে। অনলাইন জুয়া সমাজকে শেষ করে দিচ্ছে।”
বাংলাদেশে “অ্যাপভিত্তিক অনলাইন জুয়া” দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। বিভিন্ন মোবাইল গেমিং অ্যাপ, বিটিং সাইট এবং পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি টাকা পাচার হচ্ছে দেশের বাইরে।
সরকারি হিসাব অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ৬,৫০০ কোটি টাকার অনলাইন জুয়া লেনদেনের প্রমাণ পেয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।