৫ জি সেবা উন্নয়নের জন্য রাশিয়ান টেলিকম কোম্পানির সাথে চুক্তি করেছে হুয়াওয়ে। এই চুক্তির আওতায় আগামী বছর থেকে পরবর্তী প্রজন্মের জন্য ৫ জি সেবা উন্নয়নে কাজ করে যাবে প্রতিষ্ঠান দুটি।
চীনের প্রধানমন্ত্রীর তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে এ চুক্তি করেন। সম্প্রতি গুগল তার কিছু সেবা তুলে নেয়ার ঘোষণা দিলে বিপদের মুখে পড়ে হুয়াওয়ে।
ধারণা করা হচ্ছে আমেরিকাসহ পশ্চিমের বেশ কিছু দেশ নিরাপত্তা ইস্যুতে হুয়াওয়কে কে অবাঞ্ছিত ঘোষণা করার পর চীন রাশিয়ার সাথে চুক্তি করার এমন উদ্যোগ নিয়েছে।
ফাইভ জি প্রযুক্তির উন্নয়ন ও পরিষেবাকে সমৃদ্ধ করার এ পাইলট প্রকল্প চলবে ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত। এমনটি জানিয়েছে রাশিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান এমটিএস।
গুগল থেকে হুয়াওয়ে যে সকল পরিষেবা পাবে না বা বঞ্চিত হবে মূলত সেগুলো নিয়ে কাজ করবে এমটিএস।
প্রযুক্তি দুনিয়ার আধিপত্য নিয়ে আমেরিকা ও চীনের অঘোষিত যুদ্ধের একটি অন্যতম প্রতিষ্ঠান হুয়াওয়ে। যার ফলে হুয়াওয়কে বেশকিছু পরিষেবা থেকে বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়া হয়। কেবল দুটি দেশের মধ্যে নয় বরং প্রযুক্তি দুনিয়া থেকে এটি এখন একটি বড় ধরনের লড়াই।