হোন্ডা বেশ জনপ্রিয় বাইকের একটি ব্র্যান্ড। হোন্ডা ডিসেম্বরের ২৫ তারিখে লঞ্চ করতে যাচ্ছে হোন্ডা সি বি আর ১০০০ আর আর – আর ফায়ারব্লেড। মন ভাল করার মত একটি বাইক এটি, যা যে কাউকে নজর কাড়বে। চলুন দেখে নেওয়া যাক উক্ত বাইকটির স্পেসিফিকেশন।
এটি মূলত স্পোর্টস বাইক। যার স্টার্ট করা যাবে সেল্ফ এ। বাইকটির স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার সবগুলোই দেওয়া হয়েছে ডিজিটাল। এখানে ঘড়ি, লো ব্যাটারি ইন্ডিকেটর ইত্যাদি সুবিধা রয়েছে। এখানে সিট হয়েছে স্প্লিট। ব্রেক সিস্টেমে দেওয়া হয়েছে সামনে ও পিছনে হাইড্রুলিক। এখানে দেওয়া হয়েছে ১০০০ সি সি এর ইঞ্জিন। যার সর্বোচ্চ পাওয়ার : ২১৭.৫ পি এস @ ১৪৫০০ আর পি এম। সর্বোচ্চ টর্ক : ১১৩ এন এম @ ১২৫০০ আর পি এম। স্ট্রোক: ৪৮.৫ মিলিমিটার।
সিলিন্ডার নম্বর ৪ এবং পেট্রলের মাধ্যমে চলবে বাইকটি। এখানে দেওয়া হয়েছে ৬ স্পীডের গিয়ার। বাইকটিতে থাকছে টিউবলেস টায়ার, যার ফ্রন্ট সাইজ: ১২০/৭০- জেড আর ১৭, রিয়ার সাইজ: ২০০/৫৫-জেড আর ১৭। হুইল সাইজ ফ্রন্ট : ৪৩১.৮ মিলিমিটার, রিয়ার: ৪৩১.৮ মিলিমিটার। আলোচ্য বাইকটির লেংথ : ২১০০ মিলিমিটার, হুইলবেজ : ১৪৫৫ মিলিমিটার, হাইট: ১১৪০ মিলিমিটার, উইডথ: ৭৪৫ মিলিমিটার তাছাড়া ফুয়েল ক্যাপাসিটি থাকছে ১৬.১ লিটার। সিটের হাইট: ৮৩০ মিলিমিটার, কার্বের ওজন: ২০১ কেজি। এই বাইকটির পেছনে ও ইন্ডিকেটর এর জন্য দেওয়া হয়েছে এল ই ডি লাইট। এছাড়া ব্রেক এ আছে সামনের ব্রেক ডায়ামিটার :৩৩০ মিলিমিটার, পিছনের ব্রেক ডায়ামিটার : ২২০ মিলিমিটার।
সুপার স্টাইলিশ করা ব্যায়বহুল এই বাইকটির মূল্য নির্ধারন করা হয়েছে ৩০ লক্ষ ভারতীয় রুপি। হোন্ডার বাইক প্রেমীরা বাইকটির জন্য অপেক্ষা করে আছে।