ট্রায়াম্ফ তার সর্বশেষ বাইকটির লঞ্চ করতে যাচ্ছে ২০২১ সালের জানুয়ারী মাসের ১২ তারিখে। ট্রায়াম্ফ বোনেভিলি স্পিড টুইন এস টি ডি বিএস৬ এটি একটি মিড ভেরিয়েন্টের বাইক I বাইকটি হবে অসাধারণ। চলুন কথা না বাড়িয়ে আলোচনা করা যাক আলোচ্য বাইকটির।
ট্রায়াম্ফ বোনেভিলি স্পিড টুইন এস টি ডি বিএস৬ এর বডি টাইপ হবে ন্যাকেড বাইক ও কেফ রেসার বাইক। সেল্ফ এর মাধ্যমে চালু করতে হবে এই বাইকটি। এই বাইকটির স্পিডোমিটার ,ওডোমিটার হবে অ্যানালগ এছাড়া টেকোমিটার, ট্রিপ মিটার, ক্লক হবে ডিজিটাল। সিংগেল টাইপের সিট হবে বাইকটির। এই বাইকটির ইঞ্জিন হবে ১২০০ সি সি এর। বোর হবে ৯৭.৬ মিলিমিটার, স্ট্রোকঃ ৮০ মিলিমিটার। এমিসন টাইপ: বি এস ৬I পেট্রোলের মাধ্যমে চলবে উক্ত বাইকটি এবং গিয়ার হবে এই বাইকটির ৬ টি। সামনে এবং পেছনে থাকবে ডিস্ক ব্রেক। এই বাইকটিতে থাকবে টিউবলেস টায়ার যার সাইজ হবে ফ্রন্ট : ১২০/৭০-১৭ রিয়ার: ১৬০/৬০-১৭। সর্ব্বোচ্চ টর্ক ১১২এন এম ৪৯৫০ আর পি এম। সর্ব্বোচ্চ পাওয়ার : ৯৭ পি এস ৬৭৫০ আর পি এম। এছাড়া আলোচ্য বাইকটির হুইলবেজ : ১৪৩০ মিলিমিটার, হাইট: ১১১০ মিলিমিটার, উইডথ : ৭৬০ মিলিমিটার, সিট হাইট: ৮৬০ মিলিমিটার। এই বাইকটির হুইল সাইজ হবে ফ্রন্টঃ৪৩১.৮ মিলিমিটার, রিয়ারঃ৪৩১.৮ মিলিমিটার। ফ্রন্ট ব্রেক ডায়ামিটারঃ ৩০৫ মিলিমিটার, রিয়ার ব্রেক ডায়ামিটারঃ ২২০ মিলিমিটার এবং ওজন হবে ১৯৬ কেজি এই বাইকটির। টাংকটিতে সর্ব্বোচ্চ ২০.০ লিটার পেট্রোল রাখা যাবে। এই বাইকটির পেছনের এবং সিগন্যাল লাইট হবে এল ই ডি। এই বাইকটির ডিজাইন বেশ ব্যতিক্রম। ট্রায়াম্ফ বোনেভিলি স্পিড টুইন এস টি ডি বিএস৬ এর মূল্য ধরা হয়েছে ভারতীয় রুপি অনুযায়ী ৯.৪৬ লক্ষ রুপি।