বৈদ্যুতিক গাড়ি তৈরিতে বাজারে একক আধিপত্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান টেসলার। এর প্রধান নির্বাহী বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এবারই প্রথম ইলন মাস্কের টেসলাকে টেক্কা দিতে আরেক মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান লুসিড বাজারে নিয়ে আসছে বিলাসবহুল গাড়ি ‘সেডান’।
জানা গেছে, চলতি বছরের শেষদিকে লুসিড তাদের বিলাসবহুল গাড়ি সেডান বাজারে নিয়ে আসবে।
তবে গাড়িটি সবার পক্ষে কেনা সম্ভব হবে না। লিমিটেড এডিশনের এই গাড়িটি ১২ থেকে ১৪ হাজারের মতো বাজারে নিয়ে আসা হবে। তাই অল্পসংখ্যক মানুষই কিনতে পারবে গাড়িটি, এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি। গাড়িটির দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা।
বিশেষজ্ঞরা বলছেন, সেডান বাজারে আসলে কিছুটা হলেও ক্রেতা হারাবে ইলন মাস্কের টেসলা।
এদিকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনা নিয়ে সমালোচনায় রয়েছেন ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি ও ইন্টারনেট ব্যবসার পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়া তৈরিতেও মনোযোগী টেসলার প্রধান।