আগামীকাল (৪জুলাই) থেকে তিনদিনব্যাপী গ্রীষ্মকালীন স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৯ শুরু হচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় অংশগ্রহণ করবে দেশি-বিদেশী মোবাইল বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। মেলায় স্মার্টফোন ও ট্যাবে নগদ ছাড় ও গিফট পাওয়া যাবে।
মেলায় মেলায় নির্দিষ্ট মডেলের ফোনে সর্বনিম্ন ২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা। ‘মটো ই৪-, ‘মটো ই৫’, ‘মটো ই৫ প্লাস’, ‘মটোরোলা ওয়ান’ এবং ‘মটোরোলা জি৭ পাওয়ার’ মডেলের ফোনে এই ছাড় পাওয়া যাবে।
মেলায় স্মার্টফোন ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং নিজেদের ডিভাইসের উপর চমকপ্রদ অফার ও আকর্ষণীয় ছাড়ের ঘোষণা দিয়েছে। এক্সপ্রো চলাকালীন সময়ে স্যামসাংয়ের বিভিন্ন মডেলের ডিভাইস ক্রয়ে থাকছে আকর্ষণীয় সব অফার এবং সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড়। ডিজিটাল ফিন্যান্সিয়াল সেবাদানকারী ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে আরো ১০% ছাড় পাবেন ক্রেতারা।
মেলায় অপোর যাবতীয় হ্যান্ডসেট এবং চমকপ্রদ সব অফার থাকবে। আপো স্মার্টফোন ক্রয়ে ক্রেতাদের জন্যে থাকছে আকর্ষণীয় সব উপহার।
মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত।