প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নামে ভুয়া পেজ খুলে ছড়ানো হয়েছে প্রতারণার জাল। মোবাইল সেট, ঘড়ি, পোশাকসহ বিভিন্ন পণ্যের লোভনীয় বিজ্ঞাপন দেখে অর্ডার করছেন গ্রাহক। প্রতারকদের নিজেদের দেওয়া রিভিউ দেখে প্রতারিত হচ্ছে গ্রহক । কিন্তু সরবরাহ করা হচ্ছে অকেজো, বাতিল পণ্য।
প্রতারকরা প্রতিষ্ঠিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নামের সাথে শব্দ যোগ করে নাম দেয়। ইভ্যালি বাংলাদেশ,ইভ্যালি.সিএক্সসহ বিভিন্ন পেইজ। মোবাইল, ঘড়ি, জুতা, থ্রি পিসসহ সব ধরণের পণ্যের বিজ্ঞাপন দিয়ে এর আড়ালে চলে প্রতারণা।
এর আগে রাজধানীর কামরাঙ্গীর চর এলাকা থেকে ৬ প্রতারককে আটক করে ডিবির লালবাগ বিভাগের একটি টিম । প্রতারকরা প্রতিষ্ঠিত ই-কমার্স সাইট দারাজে’র নামের সাথে শব্দ যোগ করে নাম দেয়। দারাজ অনলাইন, দারাজ অনলাইন ৭১, দারাজ এক্সপ্রেস, দারাজ অনলাইন বিডিসহ বিভিন্ন পেইজ। সাধারণ মানুষের কাছ থেকে মোবাইল অর্ডার পেয়ে অর্ডারকৃত মোবাইল না দিয়ে নস্ট ও অকেজো মোবাইল সেট এসে এ পরিবহনের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌছে দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতো।