ইভ্যালির সহ-উদ্যোক্তা শামীমা নাসরিন জানিয়েছেন, ইভ্যালির দেনা ও দায়ের পরিমাণ নির্ধারণের জন্য প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে কারাগার থেকে মুক্তি দিতে হবে।
যদিও দেনার পরিমাণ নির্ণয়ের বিষয়টি সার্ভারের পুনরুদ্ধারের ওপর অনেকখানি নির্ভরশীল। তাছাড়া, ব্যাপারটি বেশ সময়সাপেক্ষ বলেও জানান শামীমা নাসরিন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল ৫টায় অনলাইন সংবাদ সম্মেলনে ইভ্যালির সহ-উদ্যোক্তা শামীমা নাসরিন এসব কথা বলেন।
প্রতিষ্ঠানটি কীভাবে চলবে, তাদের ব্যবসায়িক কার্যক্রম কেমন হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কী, এসব বিষয় জানাতে এই অনলাইন সংবাদ সম্মেলন করে ইভ্যালি।
শামীমা নাসরিনের দাবি, ইভ্যালির সার্ভারগুলোতে অ্যাক্সেসের মাধ্যমে প্রতিষ্ঠানের দেনার পরিমাণ নিশ্চিত করা যেতে পারে। তবে মোহাম্মদ রাসেলকে ছাড়া সার্ভারে অ্যাক্সেস দেবে না অ্যামাজন।
এক বছর নিরবচ্ছিন্ন ব্যবসার সুযোগ পেলে ইভ্যালি তাদের দেনা পরিশোধ করতে পারবেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন শামীমা নাসরিন। এ কারণে অক্টোবরের দ্বিতীয় ভাগ থেকেই কার্যক্রম শুরু করতে চায় ই-কমার্স প্ল্যাটফর্মটি।